Ajker Patrika
হোম > সারা দেশ > রংপুর

পার্বতীপুরে শিয়ালের কামড়ে আহত ১০

নীলফামারী প্রতিনিধি

পার্বতীপুরে শিয়ালের কামড়ে আহত ১০
হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন শেয়ালের কামরে আহত এক নারী। ছবি: আজকের পত্রিকা

দিনাজপুরের পার্বতীপুরে শিয়ালের কামড়ে ১০ জন আহত হয়েছেন। আজ রোববার সকাল সোয়া ৭টা থেকে ৮টার মধ্যে এ ঘটনা ঘটে। তাঁদের মধ্যে চারজন নীলফামারীর সৈয়দপুরের হাসপাতালে চিকিৎসা নেন।

আহত ব্যক্তিরা হলেন শংকরী রানী (৬০), হায়াৎ আলী (৬০), অমিছা খাতুন (৪০) ও তাসলিমা খাতুন (১৯)। অন্যদের নাম পাওয়া যায়নি। আহত শংকরী রানীকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতাল থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বাঘাচড়া গ্রামের বৈরাগীপাড়ার মৃত পূর্ণচন্দ্র রায়ের স্ত্রী।

আহত হায়াৎ আলী আজকের পত্রিকাকে জানান, সকাল সোয়া ৭টা থেকে ৮টা পর্যন্ত গ্রামের অন্তত ১০ জনকে কামড় দিয়েছে শিয়ালটি। এ সময় তাঁদের মধ্যে কেউ কেউ বাড়ির উঠানে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করছিলেন। আবার কেউ বাড়ির বাইরে দাঁড়িয়ে গল্প করছিলেন।

সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা নাজমুল হুদা আজকের পত্রিকাকে জানান, সকাল ৯টার দিকে শিয়ালের কামড়ে আহত চারজন হাসপাতালে আসেন। এর মধ্যে একজনের মুখের বাঁ পাশের মাংস খুবলে নিয়েছে শিয়াল। তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আটকের ভয়ে সকাল থেকে উপজেলা পরিষদে ইউপি চেয়ারম্যান, বিকেলে বেরিয়ে আটক

উলিপুরে মৌমাছির কামড়ে প্রাণ গেল বৃদ্ধের

ফি কমানোর দাবিতে বিক্ষোভ, অধ্যক্ষের কার্যালয়ে তালা

খানসামায় অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

‘রামদা জাহাঙ্গীর’কে পিটুনি দিয়ে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

উলিপুরে সড়ক দুর্ঘটনায় ২ কলেজশিক্ষার্থী নিহত

স্কুলছাত্রী ধর্ষণের মামলায় গ্রেপ্তার শিক্ষককে আদালত চত্বরে মারধর

পঞ্চগড়ে কাজের সন্ধানে এসে ভারতীয় নাগরিক আটক

‘ইউএনও–ডিসিকে সামলাতে হচ্ছে’ বলে চাঁদা দাবি করা বৈষম্যবিরোধী নেতাকে অব্যাহতি

ঠিকাদারের কাছে ৬% ঘুষ চাইলেন প্রকৌশলী