নীলফামারীর ডিমলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ারুল হক সরকার মিন্টু ও মেহেদি হাসান সিয়াম নামের নিষিদ্ধ ঘোষিত এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার মধ্যরাতে উপজেলার টুনিরহাট এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আনোয়ারুল হক সরকার মিন্টু ডিমলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। মেহেদি হাসান সিয়াম উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক ও উপজেলা চেয়ারম্যানের ভাগনে।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে এলাহি আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আটক দুজন ডিমলা থানা-পুলিশের হেফাজতে রয়েছেন। তাঁদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে। আজ সকালে তাঁদের নীলফামারী আদালতে সোপর্দ করা হবে।