দিনাজপুরের হিলিতে বড় দুর্ঘটনা হাত থেকে রক্ষা পেল মিতালী এক্সপ্রেস ট্রেন। রেললাইনের ওপর ভারতীয় পণ্যবাহী ট্রাক আটকে যাওয়ায় এ পরিস্থিতি তৈরি হয়। এ সময় আধা ঘণ্টা আমদানি–রপ্তানি বন্ধ ছিল।
বাংলাদেশে প্রবেশ করার সময় ভারত থেকে আমদানি করা পাথর নিয়ে আসা ট্রাকটির ইঞ্জিন বিকল হয়ে রেললাইনের ওপর আড়াআড়িভাবে দাঁড়িয়ে যায়। রেললাইন থেকে ট্রাকটিকে সারানোর জন্য স্থানীয় লোকজন চেষ্টা করেও ব্যর্থ হন। এরই মধ্যে বিরামপুর থেকে ছেড়ে আসা মিতালি এক্সপ্রেস ট্রেনটি চলে আসে। লাল পতাকা দেখালে ট্রেনটি ঘটনাস্থল থেকে প্রায় ২০০ গজ দূরে দাঁড়িয়ে যায়।
আজ রোববার বিকেল সাড়ে ৪টা থেকে ৫টা পর্যন্ত চেষ্টা করার পর ট্রাকের ইঞ্জিন সচল করা সম্ভব হয়। এরপর সেখানে যান চলাচল স্বাভাবিক হয়।
প্রত্যক্ষদর্শী আব্দুর রহমান ও সৌরভ হোসেন জানান, ভারতীয় ফিটনেসবিহীন ট্রাকগুলোতে অতিরিক্ত পণ্য আসার কারণে রেললাইনের ওপর প্রায়ই বিকল হয়ে যায়। এরপরও ব্যবসায়ীরা কোনো পদক্ষেপ নেন না এভাবে চলতে থাকলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে।
হিলির স্টেশন মাস্টার তপন কুমার জানান, রেললাইনের ওপর ভারতীয় ট্রাক বিকল হওয়ায় বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল মিতালী এক্সপ্রেস ট্রেনটি। রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে বারবার ব্যবসায়ীদের বিষয়টি জানানো হলেও তাঁরা কোনো পদক্ষেপ নেন না। ভারত থেকে ফিটনেসবিহীন গাড়িতে পণ্য আমদানি করার কারণে প্রায়ই দুর্ঘটনার পরিস্থিতি তৈরি হচ্ছে।