হোম > সারা দেশ > রংপুর

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পেল সেনা পরিচালক

রংপুর প্রতিনিধি

ছবি: সংগৃহীত

অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনা ঠেকাতে দীর্ঘদিনের দাবি ও আন্দোলনের পর অবশেষে সেনাবাহিনী থেকে পরিচালক পেল রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। এদিনের ব্যবধানে হাসপাতালের পরিচালক পদে পরিবর্তন আনা হয়েছে। নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান।

আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমানকে প্রেষণে নিয়োগ দিয়ে তাঁর চাকরি স্বাস্থ্যসেবা বিভাগে ন্যস্ত করা হয়েছে।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বর্তমান পরিচালক ডা. আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। গতকাল বুধবার তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক হিসেবে যোগ দেন। তিনি রাজশাহী বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ছিলেন।

রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নানা অনিয়ম, দুর্নীতির ও অব্যবস্থাপনা নিয়ে রংপুরের নাগরিক সমাজ দীর্ঘদিন ধরে নানা অভিযোগ করে আসছেন। এই হাসপাতালে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীচারীদের বিরুদ্ধে বিভিন্নভাবে রোগী ও স্বজনদের জিম্মি করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ দীর্ঘদিনের। আছে দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগ।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর ১০ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূস রমেক হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় রোগী ও স্বজনদের বিভিন্ন অভিযোগ পেয়ে ১২ আগস্ট রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মোহাম্মদ ইউনুস আলীসহ ৪ কর্মকর্তাকে ওএসডি করে স্বাস্থ্য অধিদপ্তর মহাখালীতে সংযুক্ত করা হয়।

ডা. মোহাম্মদ ইউনুস আলীর আগে শরীফুল হাসান রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক পদে যোগ দিলেও কাজ করতে পারেননি। তাঁকে অপসারণের জন্য হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারীরা ২৪ ঘণ্টার আলটিমেটাম বেঁধে দেয়। সেই সময়সীমা পার হওয়ার আগেই হাসপাতালের পরিচালক শরীফুল হাসানকে বদলি করা হয়।

অন্তর্বর্তী সরকারের কাছে ধাক্কা খেয়েছে জনগণের প্রত্যাশা: নুর

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু

মানুষের কষ্টের আগুনে পেট্রল ঢেলেছে সরকার: নুরুল হক

দেড় কিলোমিটার দূরে পুলিশের ফায়ারিং রিহার্সাল, বাড়িতে গুলিবিদ্ধ কিশোরী

ভূমি অধিগ্রহণে দুর্নীতির মহোৎসব

গাইবান্ধায় দুই পক্ষের বিবাদ মেটাতে গিয়ে প্রাণ গেল ইউপি সদস্যের

পঞ্চগড়ের মানুষ চাইলে সারজিস কিংবা কোনো তরুণ সংসদে প্রতিনিধিত্ব করবেন

মিজানুর রহমান আজহারী লালমনিরহাট যাচ্ছেন শনিবার

শুধু একটি ভোটের জন্য এই গণ-অভ্যুত্থান হয়নি: নুরুল হক নুর

দিনাজপুরের সাবেক এমপি রেজিনা ইসলাম মারা গেছেন

সেকশন