Ajker Patrika
হোম > সারা দেশ > রংপুর

ব্রহ্মপুত্রে গোসল করতে নেমে শিশু নিখোঁজ

কুড়িগ্রাম প্রতিনিধি

ব্রহ্মপুত্রে গোসল করতে নেমে শিশু নিখোঁজ

কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে জান্নাতি (৫) নামে এক শিশু নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল শনিবার দুপুরে ইউনিয়নের রলাকাটার চর সংলগ্ন ব্রহ্মপুত্র নদে নিখোঁজের পর স্থানীয়রাসহ ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালায়। তবে আজ রোববার বিকেল পর্যন্ত খোঁজ মেলেনি জান্নাতির।

যাত্রাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আইয়ুব আলী সরকার এসব তথ্য নিশ্চিত করেছেন। নিখোঁজ জান্নাতি রলাকাটা চরের জাহাঙ্গীর আলমের মেয়ে।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো গ্রামের অন্য শিশুদের সঙ্গে জান্নাতি শনিবার দুপুরেও বাড়ির পাশে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নামে। নদে খেলাচ্ছলে গোসল করতে করতে হঠাৎ সে বেশি পানিতে গেলে ডুবে যায়। বিষয়টি অন্য শিশুসহ স্থানীয়দের নজরে আসলে স্থানীয়রা উদ্ধার কাজ শুরুর পাশাপাশি কুড়িগ্রাম ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল সেখানে পৌঁছে রাত ১০টা পর্যন্ত উদ্ধার অভিযান চালালেও জান্নাতিকে উদ্ধার করা সম্ভব হয়নি।

স্থানীয় সূত্র জানায়, রোববার সকাল থেকে শিশু জান্নাতির পরিবারের লোকজন নৌকা ও জাল দিয়ে উদ্ধার তৎপরতা চালালেও বিকেল পর্যন্ত জান্নাতির কোনো খোঁজ পাওয়া যায়নি।

চেয়ারম্যান আইয়ুব আলী সরকার জানান, শিশুটি গোসল করতে নেমে নিখোঁজ হয়েছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দলসহ স্থানীয়রা শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালিয়েছে। তবে রোববার বিকেল পর্যন্ত শিশুটির কোনো খোঁজ মেলেনি। 

সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেনের সেই ‘বড় ভাই’ আটক

ঠাকুরগাঁওয়ে ন্যায্যমূল্যে ডিম-মুরগি বিক্রি শুরু

অনশন ভেঙে কাজে ফিরেছেন বড়পুকুরিয়া কয়লাখনির কর্মচারীরা

ফুলছড়ি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আটক

ফুলছড়ি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রোকন গ্রেপ্তার

দুটি ড্যামই অকার্যকর সেচের খরচ দ্বিগুণ

হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে সাবেক এমপি আফতাব উদ্দিন

নিরাপত্তা চেয়ে ঠাকুরগাঁও ইউএনও কার্যালয়ে অবস্থান

নীলফামারী মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদ

অপরাধী পুলিশ সদস্যদের বিচার করে বাহিনীর গৌরব ফেরানো হবে: আইজিপি