বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
বিরামপুর উপজেলা থেকে বিশনী পাহান (৫৩) নামের এক সাঁওতাল নারীর হাত বাঁধা লাশ উদ্ধার করেছে থানা-পুলিশ। আজ শনিবার সকালে কাটলা ইউনিয়নের দাউদপুর ময়নার মোড়ের অদূরে ধানখেত থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বিষয়টি নিশ্চিত করেন।
বিশনী পাহান কাটলা ইউনিয়নের বেনুপুর গ্রামের মৃত সাধন পাহানের মেয়ে।
নিহতের ভাই চরকা পাহান জানান, বিশনী পাহান এলাকার মানুষের জমিতে কৃষিকাজ করতেন এবং চরকার বাড়িতেই থাকতেন। গতকাল অন্যের জমিতে ধান কাটার পর তিনি রাতে বাড়িতে আসেননি। আজ সকালে দাউদপুর ময়নার মোড়ের অদূরে ধানখেতে হাত বাঁধা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
বিরামপুর থানার ওসি মমতাজুল হক বলেন, নিহতদের লাশ উদ্ধার করে দিনাজপুরে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা করা হবে থানায়।