Ajker Patrika
হোম > সারা দেশ > রংপুর

ভুট্টাখেতে পাওয়া নবজাতককে দত্তক নিতে ২৫ জনের ভিড়

ঠাকুরগাঁও প্রতিনিধি

ভুট্টাখেতে পাওয়া নবজাতককে দত্তক নিতে ২৫ জনের ভিড়

ঠাকুরগাঁওয়ে একটি ভুট্টাখেত থেকে নবজাতক কন্যাশিশু উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সদর উপজেলার জামালপুর ইউনিয়নের পূর্ব মহেশালী গ্রামে শিশুটিকে পাওয়া যায়।

ধারণা করা হচ্ছে, শিশুটির বয়স কয়েক ঘণ্টা। জন্মের পরপরই শিশুটিকে সেখানে ফেলে রাখা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ বেলা সাড়ে ১১টার দিকে পাশের মরিচখেতে কাজ করছিলেন এক নারী। হঠাৎ তিনি কান্নার শব্দ শুনতে পান। শব্দের উৎস খুঁজতে গিয়ে তিনি ভুট্টাখেতে সদ্যোজাত শিশুটিকে দেখতে পান। পরে ঘটনাটি জানাজানি হলে স্থানীয় লোকজন জড়ো হন এবং প্রশাসনকে খবর দেন।

পরে শিশুটিকে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে হাসপাতালের শিশু ওয়ার্ড সূত্রে জানা গেছে, শিশুটিকে দত্তক নেওয়ার জন্য ২০-২৫ জন মানুষ ভিড় করেছেন।

হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ সাজ্জাদ হায়দার শাহিন বলেন, শিশুটি সুস্থ রয়েছে। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পাশাপাশি পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করেন। তিনি বলেন, শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। শিশুটির পরিচয় শনাক্তে তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি তার ভবিষ্যৎ নিরাপত্তা ও লালন-পালনের জন্য যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।

কুড়িগ্রামে ধরলা নদীতে মিলল যুবকের লাশ

লক্ষাধিক মুসল্লির অংশগ্রহণে দিনাজপুরে ঈদের নামাজ অনুষ্ঠিত

সৌদি আরবের সঙ্গে মিল রেখে গাইবান্ধায় ঈদ উদ্‌যাপন

এক টাকায় ঈদবাজার পেল ২৫০ পরিবার

ফুলবাড়ীতে পত্রিকা বিক্রেতাদের মধ্যে ঈদ উপহার বিতরণ

সীমান্তে বাংলাদেশিদের মাছ চুরি ভারতীয়দের, মারামারিতে আহত ৩

গাইবান্ধায় ট্রাক্টর-পিকআপ সংঘর্ষে নিহত ১

অসহায় দাবি করে পরিবারে আশ্রয়, ৪ শিশু নিয়ে নারীর পালানোর চেষ্টা

ওষুধ সরবরাহ ৪ মাস বন্ধ, চিকিৎসা ব্যাহত

বদ্ধ ঘরে ফ্যানের সঙ্গে ঝুলছিলেন মা, কাঁদছিল শিশু