ভুট্টাখেতে পড়েছিল সাইফুলের (২৮) মরদেহ। ঘাস তুলতে এসে স্থানীয় কিছু নারী সাইফুলের মরদেহ দেখতে পান। তাঁর মুখে কাপড় পেঁচিয়ে হাতে-পায়ে বেঁধে ফেলা রাখা হয়েছে ভুট্টাখেতের একপাশে। এমন অবস্থা দেখে ওই নারীরা চিৎকার দেন। পরে স্থানীয়রা এসে পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে প্রাথমিক সুরতহাল তৈরি করে মরদেহটি থানায় নিয়ে আসে।
ঘটনাটি ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের পদমপুর রামরায়।
রাণীশংকৈল থানার উপপরিদর্শক (এসআই) বদিউজ্জামান জানান, সাইফুল ইসলাম হরিপুর উপজেলার চৌরঙ্গী দামোল এলাকার নূরুল ইসলামের ছেলে। নিহত সাইফুলকে কয়েক দিন থেকেই খোঁজাখুঁজি করা হয়েছে। তিনি গত মঙ্গলবার থেকে নিখোঁজ ছিলেন।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, লাশের ময়নাতদন্ত শেষে মৃত্যুর আসল রহস্য উদ্ঘাটন হবে।