সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাত দিন বন্ধ থাকবে দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম। তবে স্বাভাবিক থাকবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্ট ধারী যাত্রী পারাপার।
আজ রোববার বিকেলে বিষয়টি জানিয়েছেন হিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত।
তিনি জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ১৯ অক্টোবর (বৃহস্পতিবার) থেকে ২৫ অক্টোবর (বুধবার) পর্যন্ত এই সাত দিন ভারতের সঙ্গে এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। এ ছাড়া বন্ধ থাকবে বন্দর অভ্যন্তরীণ সব কার্যক্রম। আগামী ২৬ অক্টোবর থেকে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি স্বাভাবিক কার্যক্রম শুরু হবে।
এদিকে, হাকিমপুর উপজেলার হিলি ইমিগ্রেশন ওসি আশরাফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, দুর্গাপূজা উপলক্ষে ভারত-বাংলাদেশের আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও এই চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্ট ধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।