Ajker Patrika
হোম > সারা দেশ > রংপুর

১৮ বছর ধরে জব্দকৃত ৫০ ট্রাক পণ্য ধ্বংস করল হিলি কাস্টমস

হিলি (দিনাজপুর) প্রতিনিধি

১৮ বছর ধরে জব্দকৃত ৫০ ট্রাক পণ্য ধ্বংস করল হিলি কাস্টমস

দিনাজপুরের হিলি স্থলবন্দরের গুদামে ১৮ বছর ধরে জমে থাকা বিভিন্ন সংস্থার জব্দকৃত পণ্যগুলো ধ্বংস করেছে হিলি কাস্টমস কর্তৃপক্ষ।

আজ সোমবার দুপুরে কাস্টমস কর্মকর্তাদের উপস্থিতিতে হিলির জালালপুর শ্মশানের পার্শ্বে মাটি খুঁড়ে এ সব পণ্যে আগুন লাগিয়ে দিয়ে ধ্বংস করা হয়।

হিলি কাস্টমস কার্যালয় সূত্রে জানা যায়, ২০০৪ সাল থেকে ২০২২ সালের জানুয়ারি মাস পর্যন্ত ৬ হাজার ৫৫টি মামলার বিপরীতে থাকা সার, কীটনাশক, পাটের বীজ, ভারতীয় বিভিন্ন ধরনের ট্যাবলেট, কসমেটিক, মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্যসহ ৫০ ট্রাক পণ্য ধ্বংস করা হয়েছে। এ সময় সেখানে হিলি স্থল শুল্ক স্টেশনের উপকমিশনার বায়জিদ হোসেন, পরিবেশ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক ছামিউল আলম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুরের উপপরিচালক শাহ নেওয়াজ, জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক উপেন্দ্রনাথ হালদারসহ অনেকে উপস্থিত ছিলেন।

১৮ বছর ধরে জব্দকৃত ৫০ ট্রাক পণ্য ধ্বংস করল হিলি কাস্টমহিলি কাস্টমসের উপকমিশনার বায়জিদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘দীর্ঘদিন থেকে এসব মালামাল হিলি কাস্টমস গোডাউনে জমা ছিল। মালামালগুলো ধ্বংস করার জন্য তাদের সময় বেঁধে দেওয়া হয়েছিল। বেঁধে দেওয়া সময়ের মধ্যে তারা মালামালগুলো ধ্বংস করলেন। কত টাকার মালামাল তাঁরা ধ্বংস করেছেন সে বিষয়ে তারা এখনো অ্যাসেসমেন্ট করেননি। তবে সব মিলিয়ে প্রায় ৫০ ট্রাক পণ্য হবে।’

ধ্বংসকৃত পণ্যের মধ্যে ভারতীয় বিভিন্ন ধরনের ট্যাবলেট, মেয়াদোত্তীর্ণ পাটের বীজ, কসমেটিক, সারসহ বিভিন্ন খাদ্যদ্রব্য রয়েছে বলেও জানান কাস্টমস কর্মকর্তা বায়জিদ হোসেন।

গঙ্গাচড়ায় জাল টাকা দিয়ে বাজার করতে গিয়ে নারী আটক

কৃষকের জমি দখল করে আ.লীগ নেতার চাতাল

রংপুরে অস্ত্রসহ যুবলীগ নেতা সাদ্দাম গ্রেপ্তার

ডেভিল হান্ট অভিযানে সৈয়দপুরে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

কৃষকের জমিতে আ.লীগ নেতার চাতাল নির্মাণের অভিযোগ

মিঠাপুকুরে যুবকের হামলায় বড় ভাই নিহত

কাজে আসছে না ৩৪ লাখ টাকার সিগন্যাল

সিংড়া শালবনে আগুন, পুড়ে গেছে ৭ হেক্টর জমির বেতগাছ

বিরামপুরে ট্রাকচাপায় এসএসসি পরীক্ষার্থী নিহত, আহত ১

চার দিন ধরে অনশনে বড়পুকুরিয়া কয়লাখনির কর্মচারীরা