পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় তেঁতুলিয়া উপজেলা সীমান্তে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টার সময় চারজনকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় পালিয়ে গেছেন ৯-১০ জন। এ সময় গ্রেপ্তার ব্যক্তিদের কাছে থেকে হাইড্রোলিক কাটার, কাটিং প্লায়ার্স ও চাকু জব্দ করে বিজিবি।
আজ শনিবার বিকেলে ৪ জনসহ অজ্ঞাতনামা ৯–১০ জনের বিরুদ্ধে বিজিবি তেঁতুলিয়া মডেল থানায় একটি মামলা করে। ওই মামলায় পুলিশ তাঁদের গ্রেপ্তার দেখায়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জেলার তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের কানকাটা এলাকার মৃত আবুল হোসেনের ছেলে জামাল হোসেন (৫০), আব্দুর রহিমের ছেলে ফরিদ (২৮), একই ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকার লাল মিয়ার ছেলে ইউসুফ আলী (৩২) এবং একই এলাকার আব্দুল করিমের ছেলে জুয়েল রানা (৩২)।
মামলার অভিযোগ থেকে জানা যায়, আজ ভোরে তেঁতুলিয়া উপজেলার কানাকাটা সীমান্তে টহল দেওয়ার সময় শারিয়ালজোত বিওপির সদস্যরা সীমান্তে গুলির শব্দ শুনতে পান। পরে সীমান্তের বেরং নদীসংলগ্ন কানকাটা এলাকার ৪৩৭/৫ পিলার থেকে ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পৌঁছানো মাত্রই তাঁরা দেখতে পান ১৩–১৪ জন কাঁটাতারের দিক থেকে দৌড়ে বাংলাদেশে প্রবেশ করার চেষ্টা করছেন।
এ সময় ওই চারজনকে গ্রেপ্তার করতে পারলেও বাকিরা পালিয়ে যান। তাঁদের কাছে একটি হাইড্রোলিক কাটার, দুটি কাটিং প্লায়ার্স ও একটি চাকু জব্দ করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে তেঁতুলিয়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) আরমান আলী বলেন, বিজিবি সীমান্ত থেকে চারজনকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে। তাঁদের বিরুদ্ধে সীমান্তে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা হয়েছে এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।