হোম > সারা দেশ > রংপুর

স্বামীর হাত থেকে বিষের বোতল কেড়ে নিয়ে স্ত্রীরও আত্মহত্যার চেষ্টা 

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বিরামপুরে স্বামীর পান করা বিষ কেড়ে নিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেছেন লাকী (৩০) নামের এক গৃহবধূ। তিনি বিরামপুরের দেশমা গ্রামের রফিকুল ইসলামের (৩৫) স্ত্রী। আজ শনিবার ঈদের দিন সকাল ৯টার দিকে ওই গ্রামে এ ঘটনা ঘটে। পারিবারিক কলহের কারণে এই দম্পতি আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানা গেছে। এখন স্বামী-স্ত্রী দুজনেই ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, রফিকুল ইসলাম ১৪ বছর আগে লাকীকে বিয়ে করেন। তাঁদের একটি ছেলে ও মেয়ে রয়েছে। ছয় মাস আগে রফিকুল ইসলাম অন্যত্র বিয়ে করেছেন বলে জানতে পারেন লাকী। এ নিয়ে দুজনের মধ্যে প্রায়ই কলহ হতো। আজ (শনিবার) ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে রফিকুলের সঙ্গে একই কারণে লাকীর কলহ শুরু হয়।

একপর্যায়ে ঘরে থাকা ধানখেতে প্রয়োগের বিষ (কীটনাশক) পানে আত্মহত্যার চেষ্টা করেন রফিকুল। বিষয়টি বুঝতে পেরে স্বামীর হাত থেকে ওই বিষের বোতল কেড়ে নিয়ে নিজেও পান করেন লাকী। পরে রফিকুলের মা রশিদা বেগম প্রতিবেশীদের সহায়তায় দুজনকেই ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। 

এ নিয়ে রফিকুলের মা রশিদা বেগম বলেন, ‘রফিকুলের দ্বিতীয় বিয়ে নিয়ে আজ সকালে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে রফিকুল ঘরে থাকা বিষ পান করে। বিষয়টি আমি টের পেয়ে তার কাছ থেকে বিষের বোতল কেড়ে নিয়ে বউমা লাকীকে ফেলে দেওয়ার জন্য দিই। এ সময় রফিকুলকে বমি করতে দেখে লাকীও ওই বিষ পান করে অসুস্থ হয়ে পড়ে।’

বাক্সবন্দী লাখ লাখ টাকার যন্ত্র

অন্তর্বর্তী সরকারের কাছে ধাক্কা খেয়েছে জনগণের প্রত্যাশা: নুর

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু

মানুষের কষ্টের আগুনে পেট্রল ঢেলেছে সরকার: নুরুল হক

দেড় কিলোমিটার দূরে পুলিশের ফায়ারিং রিহার্সাল, বাড়িতে গুলিবিদ্ধ কিশোরী

ভূমি অধিগ্রহণে দুর্নীতির মহোৎসব

গাইবান্ধায় দুই পক্ষের বিবাদ মেটাতে গিয়ে প্রাণ গেল ইউপি সদস্যের

পঞ্চগড়ের মানুষ চাইলে সারজিস কিংবা কোনো তরুণ সংসদে প্রতিনিধিত্ব করবেন

মিজানুর রহমান আজহারী লালমনিরহাট যাচ্ছেন শনিবার

শুধু একটি ভোটের জন্য এই গণ-অভ্যুত্থান হয়নি: নুরুল হক নুর

সেকশন