Ajker Patrika
হোম > সারা দেশ > রংপুর

মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল সাইকেল আরোহীর

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল সাইকেল আরোহীর

দিনাজপুরের বিরামপুরে মোটরসাইকেলের ধাক্কায় আকতারুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বুধবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার কাটলা-বিরামপুর সড়কের মুকুন্দপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আকতারুল ইসলাম পলিখাপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে। 

নিহত আকতারুলের ভাতিজা শরিফুল ইসলাম বলেন, আজ সন্ধ্যায় বাড়ি থেকে সাইকেলে করে স্থানীয় মুকুন্দপুর বাজারে যাচ্ছিলেন আকতারুল ইসলাম। এ সময় কাটলা বাজার এলাকা থেকে একটি মোটরসাইকেল বিরামপুর যাওয়ার পথে সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে আহত হয় আকতারুল ইসলাম। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আকতারুল ইসলামকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক মনিরা পারভিন বলেন, আকতারুল ইসলামকে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে, মাথায় আঘাত পেয়ে তাঁর মৃত্যু হয়। 

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত আজকের পত্রিকাকে বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের লোকজন অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দুটি ড্যামই অকার্যকর সেচের খরচ দ্বিগুণ

হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে সাবেক এমপি আফতাব উদ্দিন

নিরাপত্তা চেয়ে ঠাকুরগাঁও ইউএনও কার্যালয়ে অবস্থান

নীলফামারী মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদ

অপরাধী পুলিশ সদস্যদের বিচার করে বাহিনীর গৌরব ফেরানো হবে: আইজিপি

সৈয়দপুরে সেনাবাহিনীর সহায়তায় ফুটপাত দখলমুক্ত

বিএনপির নতুন কমিটির সমালোচনা করে আহ্বায়কের মার খেলেন কৃষক দলের নেতা

নীলফামারীর সাবেক এমপি আফতাব উদ্দিন রংপুরে গ্রেপ্তার

তিস্তায় হাঁটুপানি, বেকার ৪ হাজার জেলে-মাঝি

সরকারি অ্যাম্বুলেন্স সংকট, রোগী জিম্মি বেসরকারিতে