টানা কয়েক দিন ঘন কুয়াশার পর্দা ভেদ করে উত্তরের জেলাগুলিতে সূর্যের দেখা মেলেনি। তবে আজ বৃহস্পতিবার গাইবান্ধা, নীলফামারী, দিনাজপুরসহ বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে সূর্য। তাপমাত্রা বেশি না কমলেও সূর্যের আলোয় উষ্ণতার পরশ পেয়ে স্বস্তি পেয়েছেন সাধারণ মানুষ। কর্মজীবীদের কাজে যেতে বেগ পেতে হয়েছে কম।
গাইবান্ধায় টানা সাত দিনের ঠান্ডায় কাবু হয়ে যাওয়া মানুষেরা অনেকেই রাস্তায় দাঁড়িয়ে সূর্যের আলো পোহাতে দেখা যায়। সড়কে বেড়ে যায় মানুষের চলাচল।
শহরের ছালাম মণ্ডল বলেন, সকাল সকাল সূর্য ওঠায় ভালো লাগছে। কয়েক হলে দিন হলো ঠান্ডায় একবারে জমে ছিলাম। ঘর থেকে বের হওয়া মুশকিল হয়ে পড়েছিল। আজ একটু বের হয়েছি।
কলেজপাড়ার আজগর আলী বলেন, গত কয়েক দিনে ঠান্ডাটা মারাত্মকভাবে মানুষকে কাবু করছে। অন্যান্য বছরে এত শীত পড়েনি। আজকে রোদ দেখার সঙ্গে সঙ্গে বাইরে এসে বসে আছি। সূর্যের তাপটা খুবই মিষ্টি লাগছে। যতক্ষণ রোদ থাকে ততক্ষণ একটু শরীরটা গরম করে নেই।
আবহাওয়া কার্যালয়ের তথ্য মতে, বৃহস্পতিবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৫ ডিগ্রি সেলসিয়াস।
গাইবান্ধা জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, টানা শৈত্যপ্রবাহ আর ঠান্ডায় বেড়ে গেছে শীতজনিত রোগীর সংখ্যা। গত এক সপ্তাহে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে পাঁচ শতাধিক মানুষ জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এদিকে ১০ দিন পর উত্তরের জেলা দিনাজপুরের খানসামা উপজেলায় সূর্যের দেখা পাওয়ায় জনমনে স্বস্তি এসেছে। তবে এখনো এই অঞ্চলে তাপমাত্রা এখনো অনেক কম। দিনাজপুর জেলা আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ ডিগ্রি সেলসিয়াস।
বৃহস্পতিবার সকাল ৯টার পর থেকে সূর্য ওঠার পরে ঘর থেকে বেরিয়ে কাজে নেমে পড়তে দেখা গেছে খানসামার অনেককেই। হাটবাজার ও গ্রামগুলিতে ফিরেছে কর্মব্যস্ততা। সেই সঙ্গে গৃহিণীরা কাপড় ধোঁয়া ও শুকানোর কাজে ব্যস্ত হয়ে পড়েন।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী মারুফ হাসান রিফাত বলেন, ভারতের হিমালয় পর্বতমালা কাছাকাছি হওয়ায় প্রতি বছর দিনাজপুরসহ পুরো উত্তরাঞ্চলে শীত আগাম আসে এবং বেশি অনুভূত হয়। তবে এবারের শীতে ঘন কুয়াশার সঙ্গে হিমেল হাওয়ায় এই এলাকার নিম্ন আয়ের মানুষ অনেক বেশি কষ্টে দিন কাটাচ্ছে।
খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজ উদ্দিন জানান, এই পর্যন্ত প্রায় ৩০০০ মানুষকে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের মাধ্যমে শীতবস্ত্র দেওয়া হয়েছে। এটি অব্যাহত থাকবে।
এদিকে ৯ দিন পর নীলফামারীর সৈয়দপুরের আকাশে দেখা মিলছে সূর্যের। এতে চলমান শৈত্যপ্রবাহে ঠান্ডা বাতাস ও ঘন কুয়াশায় নাকাল এ জনপদের মানুষ যেন হাঁফ ছেড়ে বেঁচেছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় সূর্যের দেখা মেলে। তবে তাপমাত্রা বাড়েনি।
উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে দেখা যায়, লোকজন ঘরের বাইরে এসে রোদ পোহাচ্ছেন। মোতালেব হোসেন নামে এক রিকশাচালক বলেন, গত কয়েক দিনের শীতে রিকশা চালাতে পারছি না। আজ সূর্যের দেখা দেওয়ায় আবহাওয়াটা কিছুটা ভালো লাগছে।
আতাউর রহমান নামে আরেকজন জানান, এতটাই ঠান্ডা বাতাস বইছে যে চলাচল করা যায় না। গরম কাপড় পরেও ঠান্ডা কমছে না। রোদের তাপে একটু গরম হওয়ার চেষ্টা করছি।
সৈয়দপুর আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম জানান, আজ সকালে সৈয়দপুরে সর্বনিম্ন ৯ ডিগ্রি রেকর্ড করা হয়।
প্রতিবেদনটি তৈরিতে সাহায্য করেছেন গাইবান্ধা, সৈয়দপুর (নীলফামারী) ও খানসামা (দিনাজপুর) প্রতিনিধি