আজকের পত্রিকার দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আজ বৃহস্পতিবার দিনাজপুর প্রেসক্লাবে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। পাশাপাশি ছিল শোভাযাত্রা।
বেলা ১১টায় শুরু হওয়া অনুষ্ঠানে বক্তারা বলেন, মাত্র দুই বছরে আজকের পত্রিকা পাঠকের হৃদয় জয় করেছে। মানুষের দুঃখ-দুর্দশার কথা যেমন তুলে ধরেছে, ঠিক তেমনি হাসি-আনন্দের কথা, ইতিহাস-ঐতিহ্যের কথা তুলে ধরছে। এতে প্রকাশিত রাজনৈতিক প্রতিবেদনগুলো মানুষকে সঠিক সিদ্ধান্ত নিতে আগামী দিনে সহায়তা করবে।
আজকের পত্রিকার দিনাজপুর প্রতিনিধি আনিসুল হক জুয়েলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান দেলওয়ার হোসেন।
এ সময় বক্তারা বলেন, সংবাদপত্রকে সমাজের দর্পণ বলা হয়। আজকের পত্রিকা খুব কম সময়ের মধ্যে সমাজের খাঁটি প্রতিবিম্ব হিসেবে সারা দেশে একটি শক্তিশালী ভিত তৈরি করতে সমর্থ হয়েছে। কী শহর, কী গ্রাম; মুদিখানার দোকান থেকে শিক্ষাপ্রতিষ্ঠান-সবখানে পৌঁছতে সক্ষম হয়েছে। দক্ষ ও চৌকস ব্যবস্থাপনার মধ্য দিয়ে পত্রিকাটি এগিয়ে যাচ্ছে-এটিই তার প্রমাণ। তথ্যপ্রযুক্তির যুগে গণমাধ্যমের ধরন বদলেছে, সংখ্যা বেড়েছে, তারপরও ছাপা কাগজের যে আবেদন তা ফুরিয়ে যায়নি। আজকের পত্রিকা প্রথম দিনের মতো এখনো মানুষের কথা ব্যক্ত করে যাবে-এই প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।