হোম > সারা দেশ > রংপুর

নীলফামারী পূজা উদযাপন পরিষদের নেতা দীপক কারাগারে

নীলফামারী প্রতিনিধি

দীপক চক্রবর্তী। ছবি: সংগৃহীত

নীলফামারী জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দীপক চক্রবর্তীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। আজ শনিবার তাকে আদালতে হাজির করা হলে শুনানি শেষে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গতকাল শুক্রবার শহরের বাবুপাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

দীপক চক্রবর্তী সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এবং জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

পারিবারিক সূত্র জানায়, শুক্রবার মধ্যরাতে পুলিশ এসে তাকে বাড়ি থেকে নিয়ে যায়। শনিবার বিকেলে তাকে জেলা সদরের রামগঞ্জে ২০১৩ সালের ১৪ ডিসেম্বর সংগঠিত একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

ওই ঘটনায় নিহত কৃষক সিদ্দিক আলীর ছেলে মো. লিটন রহমান গত ২২ অক্টোবর নীলফামারীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন। এ মামলায় সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরসহ ২০২ জন আসামি রয়েছেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম. আর. সাঈদ আজকের পত্রিকাকে বলেন, ‘২০১৩ সালের ১৪ ডিসেম্বরের একটি হত্যা মামলায় দীপক চক্রবর্তীকে গ্রেপ্তার করে শনিবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়।’

বাক্সবন্দী লাখ লাখ টাকার যন্ত্র

অন্তর্বর্তী সরকারের কাছে ধাক্কা খেয়েছে জনগণের প্রত্যাশা: নুর

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু

মানুষের কষ্টের আগুনে পেট্রল ঢেলেছে সরকার: নুরুল হক

দেড় কিলোমিটার দূরে পুলিশের ফায়ারিং রিহার্সাল, বাড়িতে গুলিবিদ্ধ কিশোরী

ভূমি অধিগ্রহণে দুর্নীতির মহোৎসব

গাইবান্ধায় দুই পক্ষের বিবাদ মেটাতে গিয়ে প্রাণ গেল ইউপি সদস্যের

পঞ্চগড়ের মানুষ চাইলে সারজিস কিংবা কোনো তরুণ সংসদে প্রতিনিধিত্ব করবেন

মিজানুর রহমান আজহারী লালমনিরহাট যাচ্ছেন শনিবার

শুধু একটি ভোটের জন্য এই গণ-অভ্যুত্থান হয়নি: নুরুল হক নুর

সেকশন