হোম > সারা দেশ > রংপুর

পার্শ্ববর্তী দেশের মিডিয়া বাংলাদেশ সম্পর্কে মিথ্যা তথ্য প্রচার করছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রংপুর প্রতিনিধি

সোমবার সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবু সাঈদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ছবি: আজকের পত্রিকা

পার্শ্ববর্তী দেশের মিডিয়া বাংলাদেশ সম্পর্কে অনেক মিথ্যা তথ্য প্রচার করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সোমবার সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন তিনি।

এ সময় তিনি বর্তমান পরিস্থিতির জন্য সবাইকে ধৈর্য ধারণের করতে বলেন। দেশের উন্নতির জন্য সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠছে বলেও উল্লেখ করেন তিনি।

ইসকন ইস্যুতে কোনো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়নি মন্তব্য করে উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘পার্শ্ববর্তী দেশের মিডিয়া বাংলাদেশ সম্পর্কে অনেক মিথ্যা তথ্য প্রচার করছে। দেশের মিডিয়াগুলো সত্য তথ্যগুলো তুলে ধরে কাউন্টার দিলেই অনেকটাই সমস্যা সমাধান হয়ে যাবে।’

আবু সাঈদ হত্যা মামলার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘এই মামলা শুনানি দ্রুত সময়ের মধ্যে শুরু হবে। তিনজন আসামি গ্রেপ্তার হয়েছে। অন্য আসামিদের দ্রুত গ্রেপ্তার করা হবে। এই মামলার সঙ্গে জড়িত কাউকেই কোনো অবস্থায় ছাড় দেওয়া হবে না।’

উপদেষ্টা আরও বলেন, ‘জুলাই আন্দোলনকে কেন্দ্র করে ঢালাও মিথ্যা মামলা দিলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে একটি কমিটি করে দেওয়া হয়েছে। কমিটি তদন্ত করে এই মামলাগুলো দেখবে।’

এ সফরে আবু সাঈদের পরিবারের খোঁজখবর নেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পরে তিনি জাফরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

অন্তর্বর্তী সরকারের কাছে ধাক্কা খেয়েছে জনগণের প্রত্যাশা: নুর

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু

মানুষের কষ্টের আগুনে পেট্রল ঢেলেছে সরকার: নুরুল হক

দেড় কিলোমিটার দূরে পুলিশের ফায়ারিং রিহার্সাল, বাড়িতে গুলিবিদ্ধ কিশোরী

ভূমি অধিগ্রহণে দুর্নীতির মহোৎসব

গাইবান্ধায় দুই পক্ষের বিবাদ মেটাতে গিয়ে প্রাণ গেল ইউপি সদস্যের

পঞ্চগড়ের মানুষ চাইলে সারজিস কিংবা কোনো তরুণ সংসদে প্রতিনিধিত্ব করবেন

মিজানুর রহমান আজহারী লালমনিরহাট যাচ্ছেন শনিবার

শুধু একটি ভোটের জন্য এই গণ-অভ্যুত্থান হয়নি: নুরুল হক নুর

দিনাজপুরের সাবেক এমপি রেজিনা ইসলাম মারা গেছেন

সেকশন