হোম > সারা দেশ > রংপুর

পার্শ্ববর্তী দেশের মিডিয়া বাংলাদেশ সম্পর্কে মিথ্যা তথ্য প্রচার করছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রংপুর প্রতিনিধি

সোমবার সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবু সাঈদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ছবি: আজকের পত্রিকা

পার্শ্ববর্তী দেশের মিডিয়া বাংলাদেশ সম্পর্কে অনেক মিথ্যা তথ্য প্রচার করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সোমবার সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন তিনি।

এ সময় তিনি বর্তমান পরিস্থিতির জন্য সবাইকে ধৈর্য ধারণের করতে বলেন। দেশের উন্নতির জন্য সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠছে বলেও উল্লেখ করেন তিনি।

ইসকন ইস্যুতে কোনো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়নি মন্তব্য করে উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘পার্শ্ববর্তী দেশের মিডিয়া বাংলাদেশ সম্পর্কে অনেক মিথ্যা তথ্য প্রচার করছে। দেশের মিডিয়াগুলো সত্য তথ্যগুলো তুলে ধরে কাউন্টার দিলেই অনেকটাই সমস্যা সমাধান হয়ে যাবে।’

আবু সাঈদ হত্যা মামলার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘এই মামলা শুনানি দ্রুত সময়ের মধ্যে শুরু হবে। তিনজন আসামি গ্রেপ্তার হয়েছে। অন্য আসামিদের দ্রুত গ্রেপ্তার করা হবে। এই মামলার সঙ্গে জড়িত কাউকেই কোনো অবস্থায় ছাড় দেওয়া হবে না।’

উপদেষ্টা আরও বলেন, ‘জুলাই আন্দোলনকে কেন্দ্র করে ঢালাও মিথ্যা মামলা দিলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে একটি কমিটি করে দেওয়া হয়েছে। কমিটি তদন্ত করে এই মামলাগুলো দেখবে।’

এ সফরে আবু সাঈদের পরিবারের খোঁজখবর নেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পরে তিনি জাফরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার