হোম > সারা দেশ > রংপুর

দাখিলে অর্ধেকের কম পাস করায় বিরামপুরে ১৭ মাদ্রাসাকে নোটিশ

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

সদ্য ঘোষিত ফলাফলে দাখিলে অর্ধেকের কম পাস করায় দিনাজপুরের বিরামপুর উপজেলার ১৭টি মাদ্রাসাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। গতকাল বুধবার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শমসের আলী মণ্ডল স্বাক্ষরিত এই নোটিশ দেওয়া হয়। এতে আগামী সাত কর্মদিবসের মধ্যে নোটিশের লিখিত জবাব দিতে বলা হয়েছে। 

জানা গেছে, এবার বিরামপুর উপজেলায় ২২টি মাদ্রাসার ছাত্রছাত্রী দাখিল পরীক্ষায় অংশ গ্রহণ করে। এর মধ্যে খয়েরবাড়ি দাখিল মাদ্রাসা থেকে ২৪ জন পরীক্ষার্থী অংশ নিলেও কেউ পাস করেনি। 

এ ছাড়া মুকুন্দপুর ফাজিল মাদ্রাসা, কাটলা দাখিল মাদ্রাসা, দক্ষিণ শাহাবাজাপুর দাখিল মাদ্রাসা, পলিপ্রয়াগপুর দাখিল মাদ্রাসা ও বিরামপুর পৌরসভা দাখিল মাদ্রাসা ছাড়া বাকি ১৬ মাদ্রাসা থেকে অর্ধেকেরও কম শিক্ষার্থী পাস করেছে। এই ফলাফল বিপর্যয়ের উপযুক্ত কারণ দর্শানোর জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাদ্রাসাগুলোকে নোটিশ প্রদান করেছেন। 

মাদ্রাসাগুলো হলো খয়েরবাড়ি দাখিল মাদ্রাসা, ঝানজার দাখিল মাদ্রাসা, বিরামপুর চাঁদপুর ফাজিল মাদ্রাসা, হাবিবপুর দাখিল মাদ্রাসা, বিজুল কামিল মাদ্রাসা, আয়ড়া দাখিল মাদ্রাসা, চতুরপুর দাখিল মাদ্রাসা, খাঁনপুর দাখিল মাদ্রাসা, পুইনন্দা দাখিল মাদ্রাসা, ভবানীপুর দাখিল মাদ্রাসা, কানিকাটাল দাখিল মাদ্রাসা, দাউদপুর দাখিল মাদ্রাসা, বেপারীটোলা দাখিল মাদ্রাসা, চড়াইভিটা দাখিল মাদ্রাসা, চকশুলবান দাখিল মাদ্রাসা, বিরামপুর শালবাগান বালিকা দাখিল মাদ্রাসা এবং বিরামপুর আদর্শ বালিকা দাখিল মাদ্রাসা।

বাক্সবন্দী লাখ লাখ টাকার যন্ত্র

অন্তর্বর্তী সরকারের কাছে ধাক্কা খেয়েছে জনগণের প্রত্যাশা: নুর

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু

মানুষের কষ্টের আগুনে পেট্রল ঢেলেছে সরকার: নুরুল হক

দেড় কিলোমিটার দূরে পুলিশের ফায়ারিং রিহার্সাল, বাড়িতে গুলিবিদ্ধ কিশোরী

ভূমি অধিগ্রহণে দুর্নীতির মহোৎসব

গাইবান্ধায় দুই পক্ষের বিবাদ মেটাতে গিয়ে প্রাণ গেল ইউপি সদস্যের

পঞ্চগড়ের মানুষ চাইলে সারজিস কিংবা কোনো তরুণ সংসদে প্রতিনিধিত্ব করবেন

মিজানুর রহমান আজহারী লালমনিরহাট যাচ্ছেন শনিবার

শুধু একটি ভোটের জন্য এই গণ-অভ্যুত্থান হয়নি: নুরুল হক নুর

সেকশন