বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘আগামী মাস থেকে টিসিবির পণ্যের সঙ্গে পাঁচ কেজি করে চাল যোগ করা হবে। সাশ্রয়ী দামে উপকারভোগীরা চাল কিনতে পারবেন। এতে করে দেশের পাঁচ কোটি মানুষ উপকৃত হবে।’
আজ শুক্রবার সন্ধ্যায় রংপুরের সাগরপাড়ার নতুন বাসভবনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
নিত্যপণ্যের লাগামহীন দামের বিষয়ে টিপু মুনশি বলেন, ‘কারও গোডাউনে মাল মজুত করে কৃত্রিম সংকট তৈরি করলে জেল জরিমানা ও সিলগালা করা হবে। জিনিসপত্রের বাজার দর কমছে আরও কমবে। তবে ব্যবসায়ীরা সুযোগ নিচ্ছে। আমাদের নিয়ন্ত্রণে যেগুলো আমরা সেগুলো নজর দারিতে রাখছি।’
পেঁয়াজ আমদানির বিষয়ে বাণিজ্য মন্ত্রী বলেন, ‘পেঁয়াজ আমদানির পারমিট কৃষি মন্ত্রণালয় দিয়েছে। ইতিমধ্যে বাজারে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। আশা করি, আরও কমবে। আদাসহ মসলার দাম বেড়েছে। সেটি নিয়ন্ত্রণে ভোক্তা অধিকার কাজ করছে। ৫০ থেকে ৫৫ টাকায় দেশি পেঁয়াজ কেনা যাবে।’