কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জামায়াতের আটজন কর্মী-সমর্থককে আটক করেছে পুলিশ। আজ সোমবার সকালে জামায়াতের ভূরুঙ্গামারী শাখা উপজেলার হাসপাতাল মোড় এলাকায় একটি ঝটিকা মিছিল করে। মিছিল শেষে বাড়ি ফেরার পথে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন ভূরুঙ্গামারী ইউনিয়নের বাগভান্ডার এলাকার ফজলুল হক (৬০), আব্দুল করিম (৭০), মিনহাজ (৪৫), আমিনুল ইসলাম (৪৫), এনামুল হক (২৩), আমিনুর রহমান (২১), আরিফুল ইসলাম (২১) ও সাব্বির রহমান (১৯)।
ভূরুঙ্গামারী উপজেলা জামায়াতের আমির আনোয়ার হোসেন বলেন, শান্তিপূর্ণ মিছিল শেষে কর্মী-সমর্থকেরা বাড়ি ফেরার পথে তাঁদের আটক করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন আজকের পত্রিকাকে বলেন, জনভোগান্তি সৃষ্টির অভিযোগে আটক ব্যক্তিদের নামে মামলা করা হয়েছে। আজ সোমবার দুপুরে তাঁদের কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে।