Ajker Patrika
হোম > সারা দেশ > রংপুর

রোগীর ছদ্মবেশে ২৩ মামলার আসামিকে ধরল পুলিশ

ডোমার (নীলফামারী) প্রতিনিধি

রোগীর ছদ্মবেশে ২৩ মামলার আসামিকে ধরল পুলিশ

রোগীর ছদ্মবেশে আন্তজেলা ডাকাত দলের সদস্য ও ২৩ মামলার আসামি মন্তাজ আলীকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে গতকাল শুক্রবার রংপুর মহানগরীর মেডিকেল কলেজ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার মন্তাজ আলী জেলার সৈয়দপুরের বোতলাগাড়ী এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল বিকেলে এসআই কাজল কুমার রায়ের নেতৃত্বে পুলিশের একটি দল রোগীর ছদ্মবেশ ধারণ করে রংপুর মহানগরী মেডিকেল কলেজ এলাকা থেকে মন্তাজ আলীকে গ্রেপ্তার করে। এ সময় এএসআই মো. পলাশ আসামিকে দেখে জাপটে ধরেন। মন্তাজ কোনো কিছু বুঝে ওঠার আগে বাকি সদস্যরা ঘিরে ধরে তাঁকে গ্রেপ্তার করেন। 

জানা যায়, গত ১৭ জানুয়ারি রাতে ডোমারের সোনারায় এলাকার আহসান হাবীব লাব্বুর একটি বিদেশি গরুসহ চারটি গরু চুরি হয়। ওই মামলার সূত্র ধরে মন্তাজ আলীকে গ্রেপ্তার করা হয়। 

তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে আবু বক্কর (২৮) নামে আরেক আসামিকে গ্রেপ্তার করা হয়। তিনি রংপুরের হারাগাছ উপজেলার চরচাতুরা গ্রামের আব্দুল বারীর ছেলে। এ সময় আবু বক্করের কাছ থেকে চোরাই গরু বিক্রয়ের ২০ হাজার টাকা উদ্ধার করে পুলিশ। 

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন আলী আজকের পত্রিকাকে বলেন, মন্তাজ আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তাঁর নামে দেশের বিভিন্ন থানায় ২৩টি মামলা রয়েছে। ডোমার এলাকায় গরু চুরির ঘটনায় তাঁর সংশ্লিষ্টতা রয়েছে। আজ শনিবার গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

বৈষম্যবিরোধী তিন নেতার ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩

শ্লীলতাহানির অভিযোগে করা মামলায় স্কুলশিক্ষক গ্রেপ্তার

গাইবান্ধায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩ নেতার ওপর হামলা

খানসামায় বিদ্যালয় পরিদর্শনে গিয়ে ক্লাস নিলেন ইউএনও

বিএনপির নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ফুলবাড়ীতে বিক্ষোভ

হাবিপ্রবিতে ৫ কর্মকর্তা-শিক্ষার্থীকে পুলিশে দিলেন বৈষম্যবিরোধীরা

মধ‍্যরাতের সংবাদ সম্মেলনই বলে দেয় অবস্থা কতটা ভয়াবহ: দুদু

রংপুরে হেজবুত তাওহীদ ও স্থানীয় জনতার সংঘর্ষ-আগুন, নেতৃত্বে আ. লীগ নেতা

স্কুল থেকে বিদায়ের আগের দিনেই চিরবিদায়

বৃদ্ধাকে এসিড নিক্ষেপের অভিযোগ, পুলিশ বলছে ‘সন্দেহজনক’