বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
পবিত্র ঈদুল আজহা ও সাপ্তাহিক ছুটির কারণে আজ শুক্রবার (১৪ জুন) থেকে আগামী শুক্রবার (২১ জুন) পর্যন্ত দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি। আগামী শনিবার (২২ জুন) থেকে পুনরায় শুরু হবে আমদানি-রপ্তানি।
হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, পবিত্র ঈদুল আজহা ও সাপ্তাহিক ছুটির কারণে আজ শুক্রবার (১৪ জুন) থেকে আগামী শুক্রবার (২১ জুন) পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে আগামী শনিবার (২২ জুন) থেকে আবারও শুরু হবে আমদানি-রপ্তানি কার্যক্রম।
এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আশরাফুল আলম আজকের পত্রিকাকে বলেন, ঈদুল আজহা ও সাপ্তাহিক ছুটির কারণে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বাংলাদেশ-ভারতের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।