মহান স্বাধীনতা দিবসের কটূক্তি, হলুদ সাংবাদিকতা ও চাইল্ড এক্সপ্লোটেশনের অপরাধে দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানকে গ্রেপ্তার এবং পত্রিকাটির নিবন্ধন বাতিলের দাবিতে কুড়িগ্রামের চিলমারীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে চিলমারী সরকারি কলেজের সচেতন শিক্ষার্থীদের ব্যানারে কলেজ মাঠে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘একটি শিশুকে দিয়ে মহান স্বাধীনতা দিবসের দিনে যে সংবাদ প্রচার করেছে, তা একটি গভীর চক্রান্ত। আমরা অবিলম্বে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানকে গ্রেপ্তার এবং প্রথম আলো পত্রিকার নিবন্ধন বাতিলের জোর দাবি জানাচ্ছি। তা না হলে আমরা কঠোর আন্দোলনে যাব।’
মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক বদিউজ্জামান বদরুল, যুগ্ম আহ্বায়ক শাহাজাহান আলী, শফিকুল ইসলাম মিজান প্রমুখ। এ সময় কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।