পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
আন্তর্জাতিক শ্রমিক দিবসে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে সাধারণ শ্রমিকদের দাবি আদায়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। পাঁচ দফা দাবি বাস্তবায়নে এ মানববন্ধন ও সমাবেশ করা হয়।
আজ সোমবার দুপুরে বুড়িমারী স্থলবন্দর-পাটগ্রাম মহাসড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে বুড়িমারী বাজার মসজিদের পাশে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন বুড়িমারী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সদস্য ও বুড়িমারী সাধারণ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সামছুল হুদা, সহসভাপতি সাজ্জাদ হোসেন, জামিয়াল হোসেন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ।
এর আগে বেলা ১১টায় ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য একটি শোভাযাত্রা বুড়িমারী স্থলবন্দর প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সাধারণ শ্রমিকদের ন্যায্য অধিকার ও দাবি আদায়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন বুড়িমারী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ শ্রমিকেরা। এতে কয়েক হাজার শ্রমিক অংশ নেন।