বিরল (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বিরল স্থলবন্দরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) ব্যাটালিয়নের কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে। আজ মঙ্গলবার উপজেলার ভান্ডারা ইউনিয়নের কিশোরীগঞ্জ বিওপির ৩৩০ /৭-এস পিলারের কাছে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন দিনাজপুর ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল মো. আহসান উল ইসলাম এবং বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ১৭৫ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী পান্নলাল লক্ষরাজ সিং। এ ছাড়া উভয় দেশের কোম্পানি ও বিওপি কমান্ডাররা উপস্থিত ছিলেন।
৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল মো. আহসান উল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘সীমান্তে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখাসহ চোরাচালান, মাদক পাচার রোধ এবং সীমান্ত হত্যা বন্ধের বিষয়ে আলোচনা হয়। পরে সম্মিলিতভাবে দায়িত্ব পালনে একমত পোষণ করেন উভয় বাহিনীর কমান্ডাররা।’