বিরল (দিনাজপুর) প্রতিনিধি
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘যেই বিশ্বব্যাংক পদ্মা সেতু নির্মাণে দুর্নীতির মিথ্যা অভিযোগ এনে বাংলাদেশের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, সেই বিশ্বব্যাংক এখন বাংলাদেশের কাছে ক্ষমা চাচ্ছে। যাদের প্ররোচনায় বিশ্বব্যাংক দুর্নীতির অভিযোগ এনেছিল, সেই খালেদা জিয়া এখন দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত।’
আজ বুধবার বিকেলে দিনাজপুরের বোচাগঞ্জে সুয়া নদীর ওপর নবনির্মিত একটি ব্রিজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সততা আর দেশপ্রেমে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং আজ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা ছন্দা পালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বোচাগঞ্জ পৌরসভার মেয়র মো. আসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হাসান, সাধারণ সম্পাদক আফছার আলী ও আওয়ামী লীগ নেতা মামুনুর রশিদ।
এর আগে প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বোচাগঞ্জ থেকে পীরগঞ্জ সড়কের সেনিহারী নামক স্থানে ৩০ মিটার দীর্ঘ পিএসসি গার্ডর ব্রিজের নির্মাণকাজের উদ্বোধন করেন।