গাইবান্ধার সাদুল্লাপুরে পুকুরের পানিতে ডুবে নুসরাত (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার মরুদহ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নুসরাত মরুদহ গ্রামের মো. নিল মিয়ার মেয়ে।
নুসরাতের পরিবার সূত্রে জানা যায়, নুসরাত আজ দুপুরে খেলতে খেলতে বাড়ির পাশে পুকুরে পড়ে ডুবে যায়। কিছুক্ষণ পর পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করতে থাকে। একপর্যায়ে পুকুরে নুসরাতকে দেখতে পায় পরিবারের লোকজন। পরে তাঁকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নুরুন্নবী বলেন, শিশুটিকে হাসপাতালে আনার আগেই সে মারা গেছে।