Ajker Patrika
হোম > সারা দেশ > রংপুর

সোনাহাট স্থলবন্দরে আমদানি-রপ্তানি ১০ দিন বন্ধ থাকবে

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি 

সোনাহাট স্থলবন্দরে আমদানি-রপ্তানি ১০ দিন বন্ধ থাকবে
ফাইল ছবি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম ১০ দিন বন্ধ থাকবে। মহান স্বাধীনতা দিবস, পবিত্র ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে এ বন্ধ কার্যকর হবে। আজ মঙ্গলবার স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) আমিনুল ইসলাম মোবাইল ফোনে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ১৮ মার্চ সোনাহাট কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্টস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি জানানো হয়।

পত্রে বলা হয়েছে, ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে ৩ এপ্রিল বৃহস্পতিবার পর্যন্ত সোনাহাট স্থলবন্দরের কার্যক্রম বন্ধ থাকবে। এ ছাড়া বুধবার ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস সরকারি ছুটি। অন্যদিকে ৪ এপ্রিল শুক্রবার সাপ্তাহিক ছুটি। সরকারি ছুটি, ঈদের ছুটি ও সাপ্তাহিক ছুটি—সব মিলিয়ে স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম ১০ দিন বন্ধ থাকবে।

বিষয়টি নিশ্চিত করে সোনাহাট সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক জাহাঙ্গীর আলম আকমল আজকের পত্রিকাকে বলেন,আগামী ৫ এপ্রিল শনিবার থেকে স্থলবন্দরের কার্যক্রম স্বাভাবিক নিয়মে চলবে।

সহকারী পরিচালক (ট্রাফিক) আমিনুল ইসলাম বলেন, মহান স্বাধীনতা দিবস, ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটি—সব মিলিয়ে ১০ দিন সোনাহাট স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

রংপুরে ভ্যানের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

কুড়িগ্রামে ধরলা নদীতে মিলল যুবকের লাশ

লক্ষাধিক মুসল্লির অংশগ্রহণে দিনাজপুরে ঈদের নামাজ অনুষ্ঠিত

সৌদি আরবের সঙ্গে মিল রেখে গাইবান্ধায় ঈদ উদ্‌যাপন

এক টাকায় ঈদবাজার পেল ২৫০ পরিবার

ফুলবাড়ীতে পত্রিকা বিক্রেতাদের মধ্যে ঈদ উপহার বিতরণ

সীমান্তে বাংলাদেশিদের মাছ চুরি ভারতীয়দের, মারামারিতে আহত ৩

গাইবান্ধায় ট্রাক্টর-পিকআপ সংঘর্ষে নিহত ১

অসহায় দাবি করে পরিবারে আশ্রয়, ৪ শিশু নিয়ে নারীর পালানোর চেষ্টা

ওষুধ সরবরাহ ৪ মাস বন্ধ, চিকিৎসা ব্যাহত