হোম > সারা দেশ > রংপুর

ভরা বর্ষাতেও বৃষ্টি নেই, বিরামপুর আমন রোপণ ব্যাহত 

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

চলছে শ্রাবণ মাস, ভরা বর্ষা মৌসুম। তবুও বৃষ্টির দেখা নেই। ফলে দিনাজপুরের বিরামপুর উপজেলার কৃষকেরা আমন ধান রোপণ করতে পারছেন না। জমিতে সেচ দেওয়ার জন্য উপজেলা কৃষি বিভাগ আজ রোববার বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ ও ব্যক্তি মালিকানার সেচ পাম্প মালিকদের তাগাদা দিয়ে চিঠি দিয়েছে। 

উপজেলা কৃষি বিভাগ এবার বিরামপুর উপজেলার পৌর এলাকা ও সাতটি ইউনিয়নে ১৭ হাজার ৪৪৫ হেক্টর জমিতে আমন রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। সে মোতাবেক কৃষকেরা চাহিদা মাফিক বীজতলা তৈরি করে চারা বড় করেছেন। 

অন্যান্য বছর এই এলাকার কৃষকেরা শ্রাবণ মাসে বৃষ্টির পানিতে পুরোদমে আমন রোপণ করে থাকেন। কিন্তু এবার শ্রাবণ মাসে বৃষ্টি না হওয়ায় পানির অভাবে আমন রোপণ করতে পারছেন না। ইতিপূর্বের বৃষ্টিতে নিচু শ্রেণির জমিতে জমে থাকা পানিতে অল্প পরিসরে কিছু চারা রোপণ করেছেন। তবে উঁচু ও মধ্যম শ্রেণির জমি শুকিয়ে যাওয়ায় থমকে গেছে আমন রোপণের কাজ। 

নয়াপাড়ার এলাকার কৃষক আল-আমিন বলেন, ‘ওই এলাকার নিচু জমিতে কৃষকেরা আমন রোপণ করতে পারলেও এখন পানির অভাবে উঁচু ও মধ্যম শ্রেণির জমিতে চারা রোপণ করতে পারছেন না। আবার অনেক কৃষক সেচ পাম্প দিয়ে পানি তুলে জমিতে দিচ্ছেন।’ 

বিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ কৃষ্ণ কমল রায় আজকের পত্রিকাকে বলেন, এ পর্যন্ত প্রায় ২৫ ভাগ জমিতে আমন চারা রোপণের পর পানির অভাবে রোপণ কাজ ব্যাহত হচ্ছে। সেচ যন্ত্র চালু করে জমিতে পানি সেচ দেওয়ার জন্য বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ ও সেচ পাম্প মালিকদের তাগাদা দেওয়া হয়েছে।

অন্তর্বর্তী সরকারের কাছে ধাক্কা খেয়েছে জনগণের প্রত্যাশা: নুর

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু

মানুষের কষ্টের আগুনে পেট্রল ঢেলেছে সরকার: নুরুল হক

দেড় কিলোমিটার দূরে পুলিশের ফায়ারিং রিহার্সাল, বাড়িতে গুলিবিদ্ধ কিশোরী

ভূমি অধিগ্রহণে দুর্নীতির মহোৎসব

গাইবান্ধায় দুই পক্ষের বিবাদ মেটাতে গিয়ে প্রাণ গেল ইউপি সদস্যের

পঞ্চগড়ের মানুষ চাইলে সারজিস কিংবা কোনো তরুণ সংসদে প্রতিনিধিত্ব করবেন

মিজানুর রহমান আজহারী লালমনিরহাট যাচ্ছেন শনিবার

শুধু একটি ভোটের জন্য এই গণ-অভ্যুত্থান হয়নি: নুরুল হক নুর

দিনাজপুরের সাবেক এমপি রেজিনা ইসলাম মারা গেছেন

সেকশন