হোম > সারা দেশ > রংপুর

বাঁচানো গেল না বিরল প্রজাতির নীলগাইটিকে

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার সীমান্তবর্তী এলাকার মিনাপুর গ্রামে বিলুপ্তপ্রায় প্রজাতির একটি ধূসর রঙ্গের পুরুষ নীলগাই গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা। ভারত সীমান্ত পাড়ি দেওয়ার সময় কাঁটাতারের খোঁচায় প্রাণীটির শরীর মারাত্মক জখম হয়। তবে অতিরিক্ত রক্তক্ষরণে পরে মারা যায় নীলগাইটি। 

গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে হরিপুর সদর ইউনিয়নের মিনাপুর এলাকায় পথচারীরা বিরল প্রজাতির নীলগাইটি দেখতে পান। পরে আহত অবস্থায় তাঁরা প্রাণীটিকে উদ্ধার করেন। খবর পেয়ে স্থানীয় পুলিশ ও বিজিবি সদস্যরা সেখানে উপস্থিত হন। পরে বিজিবি সদস্যরা নীলগাইটি নিজেদের হেফাজতে নেন। 

আহত নীলগাইটিকে সুস্থ করে তুলতে বিজিবি ক্যাম্পে ছুটে যান হরিপুর প্রাণিসম্পদ বিভাগের টেকনিশিয়ান (এআই) আব্দুল জলিল। তিনি আজকের পত্রিকাকে বলেন, প্রাণীটির সমস্ত শরীরে মারাত্মক জখম রয়েছে। পেছনের বাম পায়ের খুরের একটি অংশ নেই। সামনের ডান পা ও নাকের চামড়া ছিঁড়ে গেছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ধীরে ধীরে নিস্তেজ হয়ে প্রাণীটি মারা যায়। প্রাণীটিকে হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ভারত সীমান্ত পাড়ি দেওয়ার সময় প্রাণীটির শরীরে সীমান্তের তারকাঁটার ধারালো সুচালো লোহাজাতীয় এমন কিছুর আঘাত লাগে, যার কারণে শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। 

তিনি বলেন, নীলগাই বিরল প্রজাতির বিলুপ্তপ্রায় একটি বন্যপ্রাণী। গাই হিসেবে পরিচিত হলেও নীলগাই এশিয়া মহাদেশের সর্ববৃহৎ হরিণবিশেষ প্রাণী। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে হরিপুর থানার ওসি তাজুল ইসলাম বলেন, নীলগাই উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পুলিশ পৌঁছানোর আগেই বিজিবি সদস্যরা প্রাণীটিকে তাঁদের ক্যাম্পে চিকিৎসার জন্য নিয়ে যান। 

বাক্সবন্দী লাখ লাখ টাকার যন্ত্র

অন্তর্বর্তী সরকারের কাছে ধাক্কা খেয়েছে জনগণের প্রত্যাশা: নুর

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু

মানুষের কষ্টের আগুনে পেট্রল ঢেলেছে সরকার: নুরুল হক

দেড় কিলোমিটার দূরে পুলিশের ফায়ারিং রিহার্সাল, বাড়িতে গুলিবিদ্ধ কিশোরী

ভূমি অধিগ্রহণে দুর্নীতির মহোৎসব

গাইবান্ধায় দুই পক্ষের বিবাদ মেটাতে গিয়ে প্রাণ গেল ইউপি সদস্যের

পঞ্চগড়ের মানুষ চাইলে সারজিস কিংবা কোনো তরুণ সংসদে প্রতিনিধিত্ব করবেন

মিজানুর রহমান আজহারী লালমনিরহাট যাচ্ছেন শনিবার

শুধু একটি ভোটের জন্য এই গণ-অভ্যুত্থান হয়নি: নুরুল হক নুর

সেকশন