বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
রংপুরের বদরগঞ্জ পৌরসভায় ৪৫ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে পৌর মিলনায়তনে এ বাজেট ঘোষণা করেন মেয়র আহাসানুল হক চৌধুরী টুটুল।
জানা যায়, বাজেটে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ৮ কোটি ২০ লাখ ৯০ হাজার ৩৩৯ টাকা। চলতি অর্থবছরে এ খাতে ব্যয় ধরা হয়েছে সমপরিমাণ অর্থ। এ ছাড়া উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ৩৭ কোটি টাকা, ব্যয় ধরা হয়েছে ১৯ কোটি ৮৫ লাখ টাকা। বাকি টাকা পরের অর্থবছরের জন্য রাখা হয়েছে।
বাজেট ঘোষণাকালে উপস্থিত ছিলেন-পৌর নির্বাহী কর্মকর্তা আবু হেনা মোরশেদ আলী, সহকারী প্রকৌশলী আলমগীর হোসেন, হিসাবরক্ষক আশিকুর রহমান শুভ, প্যানেল মেয়র মানিক চন্দ্র রায়সহ অন্যান্য ওয়ার্ড কাউন্সিলর ও প্রতিনিধিরা।