হোম > সারা দেশ > রংপুর

ঠাকুরগাঁওয়ে চিকিৎসকদের কলম বিরতি, দুর্ভোগে রোগীরা

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের সামনে রোগীর ভিড়। ছবি: আজকের পত্রিকা

জনপ্রশাসন সংস্কার কমিশন প্রস্তাবিত উপসচিব পুলে কোটা পদ্ধতি বহাল, শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারকে সিভিল সার্ভিসের বহির্ভূত করার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে কলম বিরতি পালন করেছেন চিকিৎসকেরা। আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই কলম বিরতি পালন করা হয়। এতে স্বাস্থ্যসেবা নিতে আসা রোগীরা দুর্ভোগে পড়েন।

ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে গিয়ে জানা গেছে, জেলার বিভিন্ন অঞ্চল থেকে রোগীরা এসে লম্বা লাইনে দাঁড়িয়ে থাকেন। চিকিৎসকেরা কলম বিরতিতে থাকায় বিড়ম্বনায় পড়েন তাঁরা।

সদরের নারগুন এলাকার নুর নাহার বেগম ও খাদিজা বেওয়া জানান, আজ সকাল ৯টার দিকে চিকিৎসক দেখাতে আসেন। তাঁরা বহির্বিভাগের সামনে বসেছিলেন। তাঁদের সামনে অন্তত ১০০ জন রোগীর ভিড়। প্রায় সবাই ব্যথায় কাতর। বেলা সাড়ে ১১টার পর চিকিৎসক রোগী দেখা বন্ধ করলে তাঁরা আরও বিপাকে পড়েন।

বহির্বিভাগের চিকিৎসক নাজমা ইসলাম বলেন, এক ঘণ্টা কলম বিরতি ঘোষণা থাকলেও রোগীদের ভোগান্তির কথা বিবেচনায় ৩০ মিনিট কলম বিরতি পালন করা হয়।

বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশন ঠাকুরগাঁও জেলার আহ্বায়ক ও হাসপাতালের তত্ত্বাবধায়ক ফিরোজ জামান জুয়েল বলেন, আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের আহ্বানে সারা দেশের মতো ঠাকুরগাঁওয়ে ২৫টি ক্যাডার নিয়ন্ত্রিত সব দপ্তর বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই কর্মসূচি পালন করা হয়। এরই পরিপ্রেক্ষিতে হাসপাতালের বহির্বিভাগ ১ ঘণ্টা কর্মসূচি পালন করে। তবে হাসপাতালে জরুরি বিভাগে, অপারেশন থিয়েটার, ইনডোরসহ সব সেবা চালু রাখা হয়।

অন্তর্বর্তী সরকারের কাছে ধাক্কা খেয়েছে জনগণের প্রত্যাশা: নুর

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু

মানুষের কষ্টের আগুনে পেট্রল ঢেলেছে সরকার: নুরুল হক

দেড় কিলোমিটার দূরে পুলিশের ফায়ারিং রিহার্সাল, বাড়িতে গুলিবিদ্ধ কিশোরী

ভূমি অধিগ্রহণে দুর্নীতির মহোৎসব

গাইবান্ধায় দুই পক্ষের বিবাদ মেটাতে গিয়ে প্রাণ গেল ইউপি সদস্যের

পঞ্চগড়ের মানুষ চাইলে সারজিস কিংবা কোনো তরুণ সংসদে প্রতিনিধিত্ব করবেন

মিজানুর রহমান আজহারী লালমনিরহাট যাচ্ছেন শনিবার

শুধু একটি ভোটের জন্য এই গণ-অভ্যুত্থান হয়নি: নুরুল হক নুর

দিনাজপুরের সাবেক এমপি রেজিনা ইসলাম মারা গেছেন

সেকশন