Ajker Patrika
হোম > সারা দেশ > রংপুর

নাতনিকে ধর্ষণ চেষ্টা, দাদা কারাগারে

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি 

নাতনিকে ধর্ষণ চেষ্টা, দাদা কারাগারে
প্রতীকী ছবি

রংপুরের গঙ্গাচড়ায় সাড়ে তিন বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টায় অভিযোগে আনোয়ার হোসেন (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুর ২টার দিকে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে আজ বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। অভিযুক্ত ওই ব্যক্তি সম্পর্কে শিশুটির দাদা হন।

স্থানীয় ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, শিশুটির মা শিশুটিকে বাড়িতে রেখে পাশের এলাকায় কাজের জন্য যায়। এমন অবস্থায় শিশুটিকে বাড়িতে একা পেয়ে আনোয়ার হোসেন তার ঘরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এমন সময় শিশুটির বড় বোন আনোয়ারকে পাওনা টাকা ফেরত দিতে গিয়ে তার ছোট বোন ও আনোয়ারকে বিবস্ত্র অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দিয়ে বাড়িতে এসে মাটিতে পরে মূর্ছা যায়। পরে আশপাশের লোকজন ছুটে আসে।

জানতে চাইলে শিশুটির মা আজকের পত্রিকাকে বলেন, ‘বাড়িতে এসে মেয়ের মুখে শোনার পর আনোয়ারকে বিষয়টি বললে তিনি আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। পরে আমি ৯৯৯ নম্বরে কল (ফোন) করে পুলিশকে খবর দেই। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’

এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাটির বিষয়ে শিশুটির মা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে আটক করে বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।’

হাবিপ্রবির সাবেক ২ ভিসির বিরুদ্ধে দুদকের তদন্ত শুরু

নীলফামারীতে আরও চার ভিসা প্রতারক গ্রেপ্তার

ভূরুঙ্গামারীতে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধা নিহত

তিস্তার ভাঙনে বিলীন তিন শিক্ষাপ্রতিষ্ঠান

বীরগঞ্জে এক রাতে গ্রেপ্তার ১৩

লালমনিরহাটে অভিযান শেষে আবার চালু অবৈধ ৬ ইটভাটা

বালিয়াডাঙ্গীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর লাশ উদ্ধার, দেবর-শাশুড়ি আটক

আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে যা বললেন জি এম কাদের

বেরোবিতে আ.লীগকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ

ঠিকাদারি কাজ নিয়ে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ, আহত ১০