দিনাজপুরের বিরামপুরে মোটরসাইকেলের ধাক্কায় কামাল হোসেন (৪০) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। গতকাল শনিবার বিকেলে উপজেলার ২ নম্বর কাটলা ইউনিয়নের হরিহরপুর গ্রামের বিরামপুর-কাটলা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত কামাল হোসেন উপজেলার কাটলা ইউনিয়নের উত্তর দাউদপুর গ্রামের মনছের আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী কামাল শেখ বলেন, শনিবার বিকেলে কামাল হোসেন ৪০ দিনের কর্মসূচির রাস্তায় মাটি কাটছিলেন। বিরামপুর থেকে কাটলার উদ্দেশে ছেড়ে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে আহত হন কামাল। এ সময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে বিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) রাসেল মন্ডল লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ বিষয়ে বিরামপুর থানায় মামলা হয়েছে।