হোম > সারা দেশ > রংপুর

কুড়িয়ে পাওয়া টাকায় চোখে আলো ফেরার আশা দেখছেন হৃদয়

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে ৫ লাখ টাকাসহ একটি ব্যাগ কুড়িয়ে পান শাকির হোসেন ওরফে সৌরভ (২৭) নামে এক ব্যবসায়ী। পরে সেই টাকার মালিকের খোঁজে শহরজুড়ে মাইকিং করে গণমাধ্যমে আলোচনায় আসেন তিনি। এরই মধ্যে এক মাসেরও বেশি সময় পেরিয়ে গেছে। কিন্তু টাকার প্রকৃত মালিক খুঁজে পাওয়া যায়নি। অবশেষে ওই টাকা অসহায়দের মাঝে বিলিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সৌরভ।

গতকাল সোমবার সন্ধ্যায় পৌরশহরে মুন্সিরহাট মহল্লার কোরাআনের হাফেজ মো. হৃদয়ের (২২) চোখের চিকিৎসার জন্য ৩ লাখ টাকার একটি চেক তুলে দেন সৌরভ। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু তাহের মো. সামসুজ্জামান, প্রেসক্লাব সভাপতি মনসুর আলী ও কুড়িয়ে পাওয়া যুবক সৌরভ। সেখানে অন্ধ হাফেজ হৃদয়ের সমস্যার কথা শুনে চোখের চিকিৎসার জন্য একটি চেক তাঁর হাতে হাতে তুলে দেন তাঁরা।

এ বিষয়ে সৌরভ বলেন, ‘একটি গণমাধ্যমে জানতে পেরেছি হাফেজ হৃদয় একটি অসুখে দৃষ্টিশক্তি হারিয়েছেন। টাকার জন্য অস্ত্রোপচার করাতে পারছেন না। তাই ৫ লাখ টাকার মধ্যে তাঁকে ৩ লাখ টাকা দেওয়ার সিদ্ধান্ত নেই। বাকি দুই লাখ টাকা আমার এক বন্ধুর বাবা গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন তাঁর চিকিৎসা বাবদ ও স্থানীয় কিছু দরিদ্র মানুষকে দেব।’

হাফেজ হৃদয় বলেন, ‘এত দিন অস্ত্রোপচারের জন্য টাকা জোগাড় করতে না পারায় চোখের আলো ফিরে পাইনি। এখন সৌরভ ভাইয়ের সহায়তায় অস্ত্রোপচারের পর দুটি চোখই সমান সচল হয়ে উঠবে। আবার আগের মতোই সব দেখতে পাব। তাই খুব খুশি লাগছে। আর এ জন্য আমি তাঁর কাছে কৃতজ্ঞ।’

সদর উপজেলা ইউএনও আবু তাহের মো. সামসুজ্জামান বলেন, ‘এটি নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ। আমি ধন্যবাদ জানাই ওই যুবককে। সেই সঙ্গে হৃদয় যাতে সুস্থ হয়ে আবার পৃথিবীর আলো দেখতে পারেন সেই প্রত্যাশা করি।’

এ বছরেও মেডিকেলে ভর্তির সুযোগ পেল সৈয়দপুর বিজ্ঞান কলেজের ৫৩ শিক্ষার্থী

ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাবেক এমপি কাদের খান মারা গেছেন

পঞ্চগড়ে আবারও তাপমাত্রা ৭ ডিগ্রির ঘরে

বাক্সবন্দী লাখ লাখ টাকার যন্ত্র

অন্তর্বর্তী সরকারের কাছে ধাক্কা খেয়েছে জনগণের প্রত্যাশা: নুর

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু

মানুষের কষ্টের আগুনে পেট্রল ঢেলেছে সরকার: নুরুল হক

দেড় কিলোমিটার দূরে পুলিশের ফায়ারিং রিহার্সাল, বাড়িতে গুলিবিদ্ধ কিশোরী

ভূমি অধিগ্রহণে দুর্নীতির মহোৎসব

গাইবান্ধায় দুই পক্ষের বিবাদ মেটাতে গিয়ে প্রাণ গেল ইউপি সদস্যের

সেকশন