নীলফামারীর সৈয়দপুরে সরকারি বিজ্ঞান কলেজ থেকে মো. মারুফ হোসেন লাল (১৬) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার কলেজ ক্যাম্পাসে একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। আজ বুদ্ধপূর্ণিমা উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানটি বন্ধ ছিল।
পরিবারের অভিযোগ, মারুফ হোসেনকে হত্যা করা হয়েছে। সে শহরের হাতিখানা এলাকার মোফাজ্জল হোসেনের ছেলে।
সৈয়দপুর থানার তদন্ত কর্মকর্তা রাসেল পারভেজ এ তথ্য নিশ্চিত করেছেন।
মারুফের বড়ভাই ফারুক হোসেন আজকের পত্রিকাকে জানান, বুধবার মারুফ বেলা দেড়টার দিকে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন, সরকারি বিজ্ঞান কলেজের ভেতরে গাছের ডালে একটি ছেলের মরদেহ ঝুলছে। সেখানে গিয়ে দেখেন, মরদেহটি তার ভাই মারুফের। তিনি মারুফকে কে বা কারা পরিকল্পিতভাবে হত্যা করেছে বলে অভিযোগ করেন।
এ বিষয়ে সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আবুল কালাম আজাদ আজকের পত্রিকাকে বলেন, ‘আজ বুদ্ধপূর্ণিমা উপলক্ষে কলেজের সব কার্যক্রম বন্ধ ছিল। যে স্থানে এটি ঘটেছে, সেটি সীমানা প্রাচীরের একেবারে শেষ প্রান্তে। ঘটনাটি শোনার পর আমরা ঘটনাস্থলে যাই।’
এ বিষয়ে সৈয়দপুর থানার তদন্ত কর্মকর্তা রাসেল পারভেজ আজকের পত্রিকাকে বলেন, ‘মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’