Ajker Patrika
হোম > সারা দেশ > রংপুর

উলিপুরে শিশুর রহস্যজনক মৃত্যু

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

উলিপুরে শিশুর রহস্যজনক মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে চাঁদনি নামে সাড়ে তিন বছরের এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে মালচারপাড় গ্রামে ঘটনাটি ঘটেছে।

নিহত শিশু চাঁদনি উপজেলার হাতিয়া ইউনিয়নের পুরান অনন্তপুর মালচারপাড় গ্রামের বিপ্লবের মেয়ে।

শিশুটির নানি শহিরন বেওয়া জানান, অন্যান্য দিনের মত বুধবার ১০টার দিকে সকালের খাবার শেষে বাড়ির ভেতরের খেলাধুলা করছিল। এ সময় শিশুটির সৎ মা রুবি বেগম বাড়িতে ছিলেন। ঘণ্টাখানেক পর হঠাৎ করে শিশুটি অসুস্থ হয়ে পড়লে তার কান্নাকাটিতে স্বজনসহ প্রতিবেশীরা এগিয়ে এসে দেখতে পান শিশুটির মুখ থেকে ফেনা বের হচ্ছে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। 

শিশুটির স্বজন সূত্রে আরও জানা গেছে, চাঁদনির বাবা বিপ্লব ঢাকায় পোশাক কারখানায় চাকরি করেন। নিহত শিশুটির মা এক বছর পূর্বে মারা গেলে বিপ্লব আট মাস পূর্বে রুবি বেগমকে দ্বিতীয় বিবাহ করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শারমিন সুলতানা জানান, হাসপাতালে নেওয়ার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। 

মৃত্যুর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ধারণা করা হচ্ছে বিষক্রিয়ায় শিশুটির মৃত্যু হতে পারে। থানা-পুলিশকে খবর দেওয়া হয়েছে। পুলিশি তদন্তে সঠিক ঘটনা বেড়িয়ে আসবে। 

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির বলেন, শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হবে। তদন্ত রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা জানা যাবে। 

সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেনের সেই ‘বড় ভাই’ আটক

ঠাকুরগাঁওয়ে ন্যায্যমূল্যে ডিম-মুরগি বিক্রি শুরু

অনশন ভেঙে কাজে ফিরেছেন বড়পুকুরিয়া কয়লাখনির কর্মচারীরা

ফুলছড়ি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আটক

ফুলছড়ি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রোকন গ্রেপ্তার

দুটি ড্যামই অকার্যকর সেচের খরচ দ্বিগুণ

হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে সাবেক এমপি আফতাব উদ্দিন

নিরাপত্তা চেয়ে ঠাকুরগাঁও ইউএনও কার্যালয়ে অবস্থান

নীলফামারী মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদ

অপরাধী পুলিশ সদস্যদের বিচার করে বাহিনীর গৌরব ফেরানো হবে: আইজিপি