Ajker Patrika
হোম > সারা দেশ > রংপুর

পঞ্চগড়ে দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্র উদ্বোধন ২ সেপ্টেম্বর

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্র উদ্বোধন ২ সেপ্টেম্বর

পঞ্চগড়ে আগামী ২ সেপ্টেম্বর দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্র পঞ্চগড়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে যাচ্ছে। আজ মঙ্গলবার পঞ্চগড়ে ‘উত্তরাঞ্চলের চা শিল্পের সাথে সম্পৃক্ত অংশীজনদের’ সঙ্গে মতবিনিময় ও চা আইন-২০১৬ অবহিতকরণ বিষয়ক কর্মশালা ও মতবিনিময় সভায় এ তথ্য জানান জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম। 

পঞ্চগড় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা ও কর্মশালা অনুষ্ঠিত হয়। 

জেলা প্রশাসক মো. জহুরুল ইসলামের সভাপতিত্বে এ সভায় বক্তব্য দেন জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, সদর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, স্মল টি গার্ডেন ওনার্স অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি আমিরুল হক খোকন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু তোয়বুর রহমান আবু প্রমুখ। 

জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম বলেন, আগামী ২ সেপ্টেম্বর বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্র পঞ্চগড়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় পঞ্চগড়ে চা চাষ শুরু হয়। এতে উত্তরাঞ্চলের আরও কয়েকটি জেলায় চা চাষ সম্প্রসারিত হয়। 

জেলা প্রশাসক আরও বলেন, উৎপাদনের দিক দিয়ে দেশের দ্বিতীয় চা অঞ্চল পঞ্চগড়। গত বছর জেলায় এক কোটি ৭৭ লাখ ৭৯ হাজার কেজি চা উৎপন্ন হয়েছে। যার বাজার মূল্য ২৬০ কোটি টাকা। দেশে মোট উৎপাদিত চায়ের ১৯ শতাংশ চা পঞ্চগড়ে উৎপাদিত হয়েছে। 

উদ্বোধনী অনুষ্ঠানটিকে বর্ণিল ও বর্ণাঢ্য করতে সভায় কয়েকটি উপ কমিটি গঠন করা হয়।

পীরগঞ্জে আগুনে পুড়ল ৯ বাড়ি

৩ বছর পর পরাজিত ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ

অস্ত্রের ছবি পোস্ট করা ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

শক দিয়ে মাছ শিকার জলজ প্রাণীর ক্ষতি

তিস্তায় বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকার, বিপাকে জেলেরা

সেই মেলার মাঠে পুকুর খনন বন্ধ করলেন ইউএনও

কলেজের অনুষ্ঠানে সাবেক অধ্যক্ষ আওয়ামী লীগ নেতাকে আমন্ত্রণ জানানোয় খাবার বর্জন

উলিপুরে ছাত্রদের ওপর হামলার অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার

১৮ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার

মাদকসেবী আটক করায় পুলিশের ওপর চড়াও কারবারিরা