নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপককে বদলি করা হয়েছে। আজ বুধবার তিনি নতুন কর্মস্থলে যোগদান করেছেন।
সদ্য সাবেক সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক সুপ্লব কুমার ঘোষ নিজেই বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন।
সুপ্লব কুমার ঘোষ আজকের পত্রিকাকে জানান, গত সোমবার বাংলাদেশ বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ এক বদলি আদেশের প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে জানানো হয়, তাঁকে বর্তমানে ব্যবস্থাপক পদ থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাঠানো হয়েছে।
আর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সহকারী পরিচালক (এটিএম) এ কে এম বাহাউদ্দিন জাকারিয়াকে সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক পদে ন্যস্ত করা হয়েছে। বদলি আদেশ অনুযায়ী নতুন কর্মস্থলে যোগদান করেছেন বলে জানান তিনি।