দিনাজপুরের ঘোড়াঘাটে শহিদুল ইসলাম (৫০) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। আজ রোববার ভোরে নিজ বাড়ির উঠানে আমগাছে রশিতে তাঁর লাশ ঝুলছিল।
আজ রোববার সকালে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে তাঁর লাশ উদ্ধার করে। শহিদুল ঘোড়াঘাট পৌর এলাকার মহুয়ারবাগ গ্রামের বাসিন্দা।
আজ ভোরে শহিদুল ইসলামের মেয়ে ঘুম থেকে উঠে দেখেন তাঁর বাবা বাড়ির উঠানে থাকা আমগাছে ঝুলছেন। এ অবস্থায় দেখতে পেয়ে তিনি চিৎকার করেন। তাঁর চিৎকার শুনে পরিবারের অন্য সদস্যরা ঘুম থেকে জেগে ওঠে। পরে থানায় খবর দেওয়া হয়।
ঘোড়াঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়ন্ত কুমার সাহা আজকের পত্রিকাকে বলেন, এই ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।