হোম > সারা দেশ > রংপুর

পঞ্চগড়ে আবারও তাপমাত্রা ৭ ডিগ্রির ঘরে

পঞ্চগড় প্রতিনিধি

কুয়াশাঢাকা পঞ্চগড় সদরের গোলচত্বর এলাকা। ছবি: আজকের পত্রিকা

দুই দিন বাড়ার পর পঞ্চগড়ে দ্বিতীয়বারের মতো তাপমাত্রা নেমে এসেছে ৭ ডিগ্রির ঘরে। জেলার ওপর দিয়ে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে সকালে কুয়াশা দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কমে গিয়ে সূর্যের দেখা মিলেছে। এর আগে ১০ জানুয়ারি ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।

আজ রোববার ভোর ৬টায় ও ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। যা আজ সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা বলে নিশ্চিত করেছে আবহাওয়া অফিস। গতকাল শনিবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গত বৃহস্পতিবার তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, শীতের ভোগান্তি থাকলেও সকাল সকাল জীবিকার তাগিদে কাজে নেমেছেন বিভিন্ন পেশার শ্রমজীবীরা। স্থানীয়রা জানায়, কয়েক দিন পর আবার তাপমাত্রা কমে যাওয়ায় শীতের তীব্রতা বেড়েছে। রাতভর প্রচণ্ড ঠান্ডা অনুভূত হয়েছে। এ অঞ্চলে দিনের তুলনায় রাতের শীতের তীব্রতা বেশি।

কুয়াশাঢাকা পঞ্চগড় সদরের গোলচত্বর এলাকা। ছবি: আজকের পত্রিকা

এ বিষয়ে জানতে চাইলে তেঁতুলিয়া আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ আবহাওয়া পর্যবেক্ষক জীতেন্দ্র নাথ রায় আজকের পত্রিকাকে বলেন, আজ রোববার ভোর ৬টায় ও ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল শতকরা ৮৭ ভাগ। এটি দেশের সর্বনিম্ন তাপমাত্রা। এ তাপমাত্রায় আজ এ জেলায় মাঝারি শৈত্যপ্রবাহ বইছে।

বাক্সবন্দী লাখ লাখ টাকার যন্ত্র

অন্তর্বর্তী সরকারের কাছে ধাক্কা খেয়েছে জনগণের প্রত্যাশা: নুর

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু

মানুষের কষ্টের আগুনে পেট্রল ঢেলেছে সরকার: নুরুল হক

দেড় কিলোমিটার দূরে পুলিশের ফায়ারিং রিহার্সাল, বাড়িতে গুলিবিদ্ধ কিশোরী

ভূমি অধিগ্রহণে দুর্নীতির মহোৎসব

গাইবান্ধায় দুই পক্ষের বিবাদ মেটাতে গিয়ে প্রাণ গেল ইউপি সদস্যের

পঞ্চগড়ের মানুষ চাইলে সারজিস কিংবা কোনো তরুণ সংসদে প্রতিনিধিত্ব করবেন

মিজানুর রহমান আজহারী লালমনিরহাট যাচ্ছেন শনিবার

শুধু একটি ভোটের জন্য এই গণ-অভ্যুত্থান হয়নি: নুরুল হক নুর

সেকশন