Ajker Patrika
হোম > সারা দেশ > রংপুর

‘মুই লম্পটের কঠিন শাস্তি দেকপার চাঁও’

বদরগঞ্জ প্রতিনিধি

‘মুই লম্পটের কঠিন শাস্তি দেকপার চাঁও’

রংপুরের বদরগঞ্জে সাত বছরের এক শিশুশিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আজ বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

শিশুটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।

বদরগঞ্জ থানা ও ভুক্তভোগী পরিবার বলছে, শিশুটি ওই দিন দুপুরে বাড়ির পাশে একটি সেচ পাম্পে গোসল করতে যায়। এ সময় গোপীনাথপুর ইউনিয়নের মংলু মিয়ার ছেলে আকাশ রহমান (২৫) শিশুটিকে কৌশলে সেচপাম্পের ঘরে নিয়ে ধর্ষণ চেষ্টা চালান। এ সময় শিশুটির কান্নায় প্রতিবেশীরা এগিয়ে আসলে আকাশ সটকে পড়েন। পরে স্বজনেরা শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

শিশুটির মা বলেন, ‘মুই লম্পটের কঠিন শাস্তি দেকপার চাঁও। যাতে আর কোনো শিশু এমন শিকার না হয়।’ 

বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক গালিব রহমান বলেন, শিশুকে কাদা মাখা অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। শিশুটির স্বজনেরা ধর্ষণের কথা বলায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।’ 

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, ‘শিশু ধর্ষণের খবর পেয়ে হাসপাতালে ছুটে যাই। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করা হবে।’ 

কাটা মাথা মিলল ৭ কিমি দূরে, সতিন গ্রেপ্তার

বীরগঞ্জে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

বাংলাদেশি যুবককে মেরে লাশ নিয়ে গেল বিএসএফ

লালমনিরহাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৮

সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেনের সেই ‘বড় ভাই’ আটক

ঠাকুরগাঁওয়ে ন্যায্যমূল্যে ডিম-মুরগি বিক্রি শুরু

অনশন ভেঙে কাজে ফিরেছেন বড়পুকুরিয়া কয়লাখনির কর্মচারীরা

ফুলছড়ি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আটক

ফুলছড়ি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রোকন গ্রেপ্তার

দুটি ড্যামই অকার্যকর সেচের খরচ দ্বিগুণ