হোম > সারা দেশ > রংপুর

রংপুরে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাংবাদিকসহ কারাগারে ২ 

রংপুর প্রতিনিধি

রংপুরে ডিজিটাল নিরাপত্তা আইনের (ডিএসএ) মামলায় সাংবাদিকসহ দুজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল রোববার দুপুরে রংপুর সাইবার ট্রাইব্যুনালের আদালতে জামিন নিতে গেলে নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক আবদুল মজিদ। 

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সরকারি কৌঁসুলি রুহুল আমিন। 

মামলার আসামিরা হলেন রংপুর থেকে প্রকাশিত দৈনিক বায়ান্নর আলো পত্রিকার সহ-বার্তা সম্পাদক খন্দকার মিলন আল মামুন ও নুর আলম। 

মামলার অভিযোগে জানা গেছে, ফেসবুক লাইভে এসে সুনাম ক্ষুণ্নের অভিযোগে মামলাটি করা হয়। ২০২২ সালের জুলাইতে সদর উপজেলার সদ্যপুষ্করিণী ইউনিয়নের জানকি ধাপের হাট গ্রামের রফিকুল ইসলামের জমিসংক্রান্ত বিষয় নিয়ে ওই এলাকার বাসিন্দা নুর আলম ফেসবুক লাইভটি করেন। এ সময় সাংবাদিক খন্দকার মিলন আল মামুনের ফেসবুক আইডি ব্যবহার করা হয়। লাইভে রফিকুলের বিষয়ে নানা অভিযোগ করা হয়। বিষয়টি রফিকুলের সম্মুখে এলে তিনি বাদী হয়ে আসামি খন্দকার মিলন আল মামুন ও নূর আলমের বিরুদ্ধে মামলাটি করেন। 

রংপুর সাইবার ট্রাইব্যুনালের বিচারক মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের দায়িত্ব দেন। দীর্ঘ তদন্ত শেষে পিবিআইয়ের পুলিশ পরিদর্শক সাইফুল ইসলাম ২০২৩ সালের ২৬ সেপ্টেম্বর ডিজিটাল নিরাপত্তা আইনের ২৩ (২), ২৫ (২), ২৯ (১) ধারায় তদন্ত প্রতিবেদন দাখিল করেন। ওই মামলায় আসামি খন্দকার মিলন আল মামুন ও নুর আলম গতকাল রংপুর সাইবার ট্রাইব্যুনালের বিচারকের আদালতে জামিন আবেদন করলে বিচারক তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

এ বিষয়ে আসামিপক্ষের আইনজীবী আব্দুল হক প্রামাণিক বলেন, ‘আমরা উচ্চ আদালতে যাব।’ 

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাংবাদিক খন্দকার মিলন আল মামুনকে কারাগারে পাঠানোর বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন রংপুরের সাংবাদিক সংগঠনের নেতারা।

অন্তর্বর্তী সরকারের কাছে ধাক্কা খেয়েছে জনগণের প্রত্যাশা: নুর

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু

মানুষের কষ্টের আগুনে পেট্রল ঢেলেছে সরকার: নুরুল হক

দেড় কিলোমিটার দূরে পুলিশের ফায়ারিং রিহার্সাল, বাড়িতে গুলিবিদ্ধ কিশোরী

ভূমি অধিগ্রহণে দুর্নীতির মহোৎসব

গাইবান্ধায় দুই পক্ষের বিবাদ মেটাতে গিয়ে প্রাণ গেল ইউপি সদস্যের

পঞ্চগড়ের মানুষ চাইলে সারজিস কিংবা কোনো তরুণ সংসদে প্রতিনিধিত্ব করবেন

মিজানুর রহমান আজহারী লালমনিরহাট যাচ্ছেন শনিবার

শুধু একটি ভোটের জন্য এই গণ-অভ্যুত্থান হয়নি: নুরুল হক নুর

দিনাজপুরের সাবেক এমপি রেজিনা ইসলাম মারা গেছেন

সেকশন