রংপুর প্রতিনিধি
রংপুরের তারাগঞ্জে বাস চাপায় এক রিকশাচালক নিহত হয়েছেন। আজ রোববার বেলা ১১টায় রংপুর-দিনাজপুর মহাসড়কের বামনদীঘি বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, বামনদীঘি বাসস্ট্যান্ডে বাস চাপায় রেজাউল করিম নামের এক রিকশাচালক মারা গেছেন। বাস জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, রংপুর-দিনাজপুর মহাসড়ক দিয়ে বেলা ১১টার দিকে ইকরচালী বাজার থেকে বামনদীঘি বাসস্ট্যান্ডে রেজাউল করিম রিকশা নিয়ে পৌঁছালে রংপুর থেকে ছেড়ে আসা সৈয়দপুরগামী মোন্না পরিবহনের একটি বাস রিকশাটিকে ধাক্কা দেয়। এতে সড়ক ছিটকে পড়লে মাথা ও পা গাড়ির চাকায় পিষ্ট হয়ে রেজাউল মারা যান। স্থানীয় জনতা বাস আটক করে পুলিশে দেয়।