হোম > সারা দেশ > রংপুর

পলাশবাড়ীতে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল তরুণের

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার পলাশবাড়ীতে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে মোটরসাইকেল ধাক্কা লাগলে সাগর মিয়া (২০) নামের এক তরুণ নিহত হয়েছেন। আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা নাইমুর রহমান স্বচ্ছ (২০) ও সামিউল ইসলাম (২১) নামের আরও দুই তরুণ। আজ সোমবার দুপুর পৌনে ১২টার দিকে টেংরা-বাদিয়াখালী সড়কে গোয়ালপাড়া আব্দুল হালিম মিয়ার চাতালের সামনে দুর্ঘটনাটি ঘটে। পলাশবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) লাইসুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

নিহত সাগর পৌর শহরের গিরিধারিপুর গ্রামের মিন্টু মিয়ার ছেলে। আহত নাইমুর রহমান উপজেলার বরিশাল ইউনিয়নের দুবলাগাড়ি গ্রামের আব্দুর রশিদের ছেলে এবং অপর আহত সামিউলের বাড়িও দুবলাগাড়ি গ্রামে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই তিন তরুণ মোটরসাইকেলে করে পলাশবাড়ী থেকে কাশিয়াবাড়ীর দিকে যাচ্ছিলেন। দুপুর পৌনে ১২ টার দিকে টেংরা-বাদিয়াখালী সড়কে গোয়ালপাড়া আব্দুল হালিম মিয়ার চাতালের সামনে তাঁদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি বিদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে দুমড়েমুচড়ে যায়। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক সাগরকে মৃত ঘোষণা করেন। আহত নাইমুর রহমান ও সামিউলকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

পলাশবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) লাইসুর রহমান বলেন, ‘নিহত সাগরের মরদেহ স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। সেখানে পুলিশ কাজ করছে। দুর্ঘটনায় দুমড়েমুচড়ে যাওয়া বাইকটি উদ্ধার করে থানায় আনা হয়েছে।’

বাক্সবন্দী লাখ লাখ টাকার যন্ত্র

অন্তর্বর্তী সরকারের কাছে ধাক্কা খেয়েছে জনগণের প্রত্যাশা: নুর

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু

মানুষের কষ্টের আগুনে পেট্রল ঢেলেছে সরকার: নুরুল হক

দেড় কিলোমিটার দূরে পুলিশের ফায়ারিং রিহার্সাল, বাড়িতে গুলিবিদ্ধ কিশোরী

ভূমি অধিগ্রহণে দুর্নীতির মহোৎসব

গাইবান্ধায় দুই পক্ষের বিবাদ মেটাতে গিয়ে প্রাণ গেল ইউপি সদস্যের

পঞ্চগড়ের মানুষ চাইলে সারজিস কিংবা কোনো তরুণ সংসদে প্রতিনিধিত্ব করবেন

মিজানুর রহমান আজহারী লালমনিরহাট যাচ্ছেন শনিবার

শুধু একটি ভোটের জন্য এই গণ-অভ্যুত্থান হয়নি: নুরুল হক নুর

সেকশন