Ajker Patrika
হোম > সারা দেশ > রংপুর

কাউনিয়ায় গাড়ির ধাক্কায় পুলিশ কনস্টেবলের মৃত্যু

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

কাউনিয়ায় গাড়ির ধাক্কায় পুলিশ কনস্টেবলের মৃত্যু

রংপুরের কাউনিয়ায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় তাজুল ইসলাম (৩৫) নামের এক পুলিশ কনস্টেবল মারা গেছেন। আজ রোববার সকালে রংপুরের কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের পাঞ্জরভাঙ্গা এলাকার রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে দুর্ঘটনা ঘটে। 

নিহত তাজুল কুড়িগ্রাম সদর উপজেলার গোপালের খামার এলাকার আব্দুস সালামের ছেলে এবং রংপুরের পীরগাছা থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন। 

জানা যায়, তাজুল ইসলাম এক দিনের ছুটি নিয়ে বাড়ি গিয়েছিলেন। স্ত্রী-সন্তান ও বাবা-মায়ের সঙ্গে দেখা করে আজ সকালে মোটরসাইকেলে করে নিজ কর্মস্থল পীরগাছা থানায় ফিরছিলেন। কিন্তু একটি অজ্ঞাত ঘাতক গাড়ি কেড়ে নিল তাঁর প্রাণ। 

নিহত তাজুলের ভাই রেজাউল করিম জানান, তাঁর ভাই তাজুল ২০০৪ সালে পুলিশে যোগদান করেন। আজ সকালে ছুটি শেষে কর্মস্থলে ফেরার পথে অজ্ঞাত গাড়ির ধাক্কায় তিনি মারা যান। 

পীরগাছা থানার ওসি আজিজুল ইসলাম জানান, তাজুল কর্মস্থল থেকে এক দিনের ছুটি নিয়ে শনিবার বিকেলে নিজ বাড়িতে যান। তাঁর স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। রোববার সকাল সাড়ে ৬টার দিকে কুড়িগ্রাম থেকে মোটরসাইকেল নিয়ে কর্মস্থলে ফিরছিলেন তিনি। এ সময় বেলা ৮টার দিকে অজ্ঞাত কোনো গাড়ি তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে। এতে ঘটনাস্থলেই মারা যান তাজুল। 

কাউনিয়া ফায়ার সার্ভিসের লিডার শাহীন সরকার বলেন, সকাল সোয়া ৮টার দিকে ফায়ার সার্ভিস সদস্যদের রোলকল চলছিল। এ সময় এক অটোচালক এসে জানায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় একজন মারা গেছেন এবং ঘটনাস্থলে মরদেহ পড়ে আছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে কাউনিয়া থানায় নিয়ে যাওয়া হয়। 

কাউনিয়া থানার ওসি মাসুমুর রহমান জানান, সকালে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। কীভাবে দুর্ঘটনা ঘটেছে এবং কোন গাড়ি চাপা দিয়েছে তা অনুসন্ধান করা হচ্ছে।

তিস্তায় হাঁটুপানি, বেকার ৪ হাজার জেলে-মাঝি

সরকারি অ্যাম্বুলেন্স সংকট, রোগী জিম্মি বেসরকারিতে

দিনাজপুরে নেসকোর গুদামঘরে আগুন, পুড়ল ১ ঘণ্টা ধরে

লালমনিরহাটে নারীর মাথাবিহীন লাশ উদ্ধার

ঠাকুরগাঁও কারাগারে দেখা করতে আসা স্বজনদের ভোগান্তি

বিস্ফোরক মামলায় ‘জয় বাংলা’ কারাগারে

গঙ্গাচড়ায় জাল টাকা দিয়ে বাজার করতে গিয়ে নারী আটক

কৃষকের জমি দখল করে আ.লীগ নেতার চাতাল

রংপুরে অস্ত্রসহ যুবলীগ নেতা সাদ্দাম গ্রেপ্তার

ডেভিল হান্ট অভিযানে সৈয়দপুরে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার