নীলফামারী প্রতিনিধি
ঢল ও ভারী বৃষ্টিতে নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বেড়েছে। আজ রোববার সকাল ৯টায় এই পয়েন্টে বিপৎসীমার ১ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হয়। জেলার ডিমলা ও জলঢাকা উপজেলার চরাঞ্চল ও নদীতীরবর্তী নিম্নাঞ্চলে বসবাসকারী দুই সহস্রাধিক মানুষ পানিবন্দী। তলিয়ে গেছে ফসলের খেত।
গতকাল শনিবার সন্ধ্যা ৬টার দিকে ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হয়। এই পয়েন্টের বিপৎসীমা হলো ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার। নদীতে পানির চাপ কমাতে তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দিয়ে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করছে বলে জানায় ডালিয়া পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ।
ডিমলার ছোট খাতা চরের মনোয়ার হোসেন বলেন, গতকাল দুপুরে বাড়ির উঠানে পানি প্রবেশ করেছে। আজ রোববার সকালে বাড়ি ছেড়ে তিস্তার বাঁধে আশ্রয় নিয়েছি। তবে চরের শাকসবজি ও ধানের খেত পানিতে তলিয়ে গেছে।
পানি উন্নয়ন বোর্ড নীলফামারীর ডালিয়া শাখার উপপ্রকৌশলী মোহাম্মদ রাশেদীন আজকের পত্রিকাকে বলেন, পানি বাড়ার বিষয়ে সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে। প্রয়োজনে চরাঞ্চলে পানিবন্দী মানুষকে সরিয়ে নিতে বা ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ প্রস্তুত রয়েছে।