হোম > সারা দেশ > রংপুর

দিনাজপুরে পাঁচ এইচএসসি পরীক্ষার্থীসহ ৬ জনের জামিন

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে কোটা সংস্কার আন্দোলনের সহিংসতার মামলায় গ্রেপ্তার ছয় শিক্ষার্থীকে জামিন দিয়েছেন আদালত। আজ শনিবার জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম শুনানি শেষে এই জামিন মঞ্জুর করেন। এদের মধ্যে পাঁচজন এইচএসসি পরীক্ষার্থী রয়েছেন।

দিনাজপুর আদালতের পুলিশ পরিদর্শক একেএম লিয়াকত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জামিন প্রাপ্তরা হলেন–সদর উপজেলার পাহাড়পুর এলাকার আব্দুর রকিবের ছেলে আবু রায়হান (১৯), নবাবগঞ্জ উপজেলার মোগরপাড়া এলাকার আব্দুল মতিনের ছেলে সামিউল ইসলাম (১৯), চিরিরবন্দর উপজেলার জগন্নাথপুর গ্রামের মো. হাফেজ উদ্দিনের ছেলে মোসাদ্দেক হোসেন (১৯), একই উপজেলার কলেজপাড়া এলাকার জয়নাল আবেদীনের ছেলে মো. আব্দুল মান্নান (১৯) ও ঘোড়াঘাট উপজেলার নয়াপাড়া বাসস্ট্যান্ড এলাকার মৃত মতিয়ার রহমানের ছেলে মো. আব্দুল আলিম ওরফে আরিয়ান ওরফে রবিউল ইসলাম (১৯)। অপরজন হলেন–স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সদর উপজেলার চাউলিয়াপট্টি মোড় এলাকার শাহজাহান আলীর ছেলে মো. রাকিব হাসান (২৩)।

পুলিশ পরিদর্শক একেএম লিয়াকত আলী আজকের পত্রিকাকে বলেন, ‘সম্প্রতি কয়েকটি মামলায় এই শিক্ষার্থীদের নাম রয়েছে। তাদের আজ (শনিবার) বিকেলে জেলা দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম শুনানি শেষে জামিন দেন।’

তিনি আরও বলেন, ‘পরীক্ষার্থী বিবেচনায় প্রত্যেকে এক হাজার টাকার বন্ডে আইনজীবী ও একজন স্থানীয় গণ্যমান্য ব্যক্তির জিম্মায় ধার্য তারিখ পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করা হয়েছে।’

শিক্ষার্থীদের পক্ষে আইনজীবী মো. রেজাউল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীদের জামিনের জন্য আবেদন করা হলে পরীক্ষার্থী বিবেচনায় তাদের বিজ্ঞ আদালত জামিন প্রদান করেছেন।’

বাক্সবন্দী লাখ লাখ টাকার যন্ত্র

অন্তর্বর্তী সরকারের কাছে ধাক্কা খেয়েছে জনগণের প্রত্যাশা: নুর

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু

মানুষের কষ্টের আগুনে পেট্রল ঢেলেছে সরকার: নুরুল হক

দেড় কিলোমিটার দূরে পুলিশের ফায়ারিং রিহার্সাল, বাড়িতে গুলিবিদ্ধ কিশোরী

ভূমি অধিগ্রহণে দুর্নীতির মহোৎসব

গাইবান্ধায় দুই পক্ষের বিবাদ মেটাতে গিয়ে প্রাণ গেল ইউপি সদস্যের

পঞ্চগড়ের মানুষ চাইলে সারজিস কিংবা কোনো তরুণ সংসদে প্রতিনিধিত্ব করবেন

মিজানুর রহমান আজহারী লালমনিরহাট যাচ্ছেন শনিবার

শুধু একটি ভোটের জন্য এই গণ-অভ্যুত্থান হয়নি: নুরুল হক নুর

সেকশন