দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের চিরিরবন্দর সিটি রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের ১১০ জন এসএসসি শিক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেয়েছে। আজ রোববার প্রকাশিত ফলাফলে স্কুলের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা সন্তোষ প্রকাশ করেন।
তথ্যমতে, চলতি বছর (২০২৪) মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় দিনাজপুর বোর্ডের অধীনে রংপুর বিভাগের আটটি জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল দুই লাখ ৪৪৪ জন। এর মধ্যে অংশ নিয়েছে এক লাখ ৯৮ হাজার ১৮৪ জন। আর বহিষ্কার হয়েছে ৬৬ জন। পাস করেছে এক লাখ ৫৫ হাজার ৪৩৫ জন। পাসের হার ৭৮ দশমিক ৪৩ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছে ১৮ হাজার ১০৫ জন।
জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী আসিফ জানান, সিটি স্কুলের পড়াশোনার পরিবেশ চমৎকার। এখানকার শিক্ষকেরা বেশ আন্তরিক। তাদের সহযোগিতা ও সঠিক দিক-নির্দেশনার কারণে তার কাঙ্ক্ষিত ফল লাভ করা সম্ভব হয়েছে বলে জানায় সে।