হোম > সারা দেশ > রংপুর

যৌন নিপীড়নের দায়ে হাবিপ্রবির ২ শিক্ষার্থী বহিষ্কার

দিনাজপুর প্রতিনিধি

যৌন নিপীড়নের দায়ে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) দুই শিক্ষার্থীকে এক বছরের জন্য শিক্ষাকার্যক্রম থেকে বহিষ্কার করেছে প্রশাসন। পাশাপাশি তাঁদের আবাসিক হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মামুনুর রশীদ। 

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন অর্থনীতি বিভাগের ১৮ ব্যাচের শিক্ষার্থী রিফুজার রহমান রনি ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৭ ব্যাচের সাখাওয়াত হোসেন সোহাগ। 

এর আগে গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের যৌন নির্যাতন প্রতিরোধ কমিটির সুপারিশে ও ভাইস চ্যান্সেলরের অনুমোদনক্রমে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. সাইফুর রহমানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২ আগস্ট ক্যাম্পাসের ১০তলা বিল্ডিংয়ের সামনে এবং বিভিন্ন সময় নিপীড়নের ঘটনায় ম্যানেজমেন্ট বিভাগের এক ছাত্রী অভিযোগ দেন। যৌন নিপীড়ন প্রতিরোধ কমিটির তদন্তে সেই অভিযোগ প্রমাণ হওয়ায় কমিটির সুপারিশে রিফুজার রহমান রনিকে এক বছর একাডেমিক কার্যক্রম এবং আবাসিক হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হল। 

অপর দিকে ইঞ্জিনিয়ারিং অনুষদের এক ছাত্রীকে টিএসসির সামনে যৌন নিপীড়নের দায়ে সাখাওয়াত হোসেন সোহাগকেও বহিষ্কার করেছে প্রশাসন। এর আগে একই ছাত্রীকে শারীরিক আঘাতের অভিযোগে সোহাগকে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মামুনুর রশীদ আজকের পত্রিকাকে বলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনির্মাণে সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। যারা শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড করবে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বাক্সবন্দী লাখ লাখ টাকার যন্ত্র

অন্তর্বর্তী সরকারের কাছে ধাক্কা খেয়েছে জনগণের প্রত্যাশা: নুর

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু

মানুষের কষ্টের আগুনে পেট্রল ঢেলেছে সরকার: নুরুল হক

দেড় কিলোমিটার দূরে পুলিশের ফায়ারিং রিহার্সাল, বাড়িতে গুলিবিদ্ধ কিশোরী

ভূমি অধিগ্রহণে দুর্নীতির মহোৎসব

গাইবান্ধায় দুই পক্ষের বিবাদ মেটাতে গিয়ে প্রাণ গেল ইউপি সদস্যের

পঞ্চগড়ের মানুষ চাইলে সারজিস কিংবা কোনো তরুণ সংসদে প্রতিনিধিত্ব করবেন

মিজানুর রহমান আজহারী লালমনিরহাট যাচ্ছেন শনিবার

শুধু একটি ভোটের জন্য এই গণ-অভ্যুত্থান হয়নি: নুরুল হক নুর

সেকশন